#নয়াদিল্লি : ভিনেশ ফোগট এখন সপ্তম স্বর্গে ৷ এশিয়ান গেমসে প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সোনা জয়ের নজির করেছেন ৷ ফলে তাঁর দেশে ফেরা নিয়ে সাজোসাজো রব থাকবে তো বটেই ৷
নিজের ২৪ তম জন্মদিনে দেশে ফিরলেন ভিনেশ ৷ সেলুলয়েডে চিত্রায়িত হওয়ার পরই ‘দঙ্গল’ কন্যারা একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন ৷ ভিনেশের গল্প অবশ্য সিনেমায় বলা হয়নি ৷ কিন্তু তিনি যা করলেন তাতে ফিল্মি টাচটা নিঃসন্দেহে দারুণ ছিল ৷
জন্মদিনে দেশে ফেরার পর বিমানবন্দরেই এনগেজমেন্ট সেরে নিলেন তিনি ৷ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরেই নিজের প্রেমিক সোমবীর রাথি-র সঙ্গে আংটি বদল করে নিলেন ৷
তবে এতটা দ্রুততা কি শুধু শুধুই মোটেই না ৷ দিন কয়েক আগে ভিনেশের ইভেন্ট যখন চলছিল তখন আরেক সোনাজয়ী নীরজ চোপড়া দর্শকদের মধ্যে ছিলেন ৷ এরপরেই গুঞ্জন শুরু হয় নীরজ ও ভিনেশ কি পরস্পরের কাছাকাছি আসছেন ৷ এমনকি সংবাদমাধ্যমে এই নিয়ে খবরও লেখা হয় ৷ তখনই একটা প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন ভিনেশ ৷
আর দেশে ফিরে সেই কথা যে পুরো ভুল তা প্রমাণ করলেন সোনার মেয়ে ৷ তাঁর প্রেমিকের সঙ্গে একেবারে সর্বসমক্ষে বাগদান সেরে ফেললেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 Asian games, Asian Games 2018, Jakarta Asian Games, Jakarta-Palembang, Vinesh Phogat