নীরজ চোপড়ার সঙ্গে প্রেম করছেন না! এয়ারপোর্টেই বয়ফ্রেন্ডের সঙ্গে আংটি বদল ভিনেশের

Last Updated:
#নয়াদিল্লি : ভিনেশ ফোগট এখন সপ্তম স্বর্গে ৷ এশিয়ান গেমসে প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সোনা জয়ের নজির করেছেন ৷ ফলে তাঁর দেশে ফেরা নিয়ে সাজোসাজো রব থাকবে তো বটেই ৷
নিজের ২৪ তম জন্মদিনে দেশে ফিরলেন ভিনেশ ৷ সেলুলয়েডে চিত্রায়িত হওয়ার পরই ‘দঙ্গল’ কন্যারা একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন ৷ ভিনেশের গল্প অবশ্য সিনেমায় বলা হয়নি ৷ কিন্তু তিনি যা করলেন তাতে ফিল্মি টাচটা নিঃসন্দেহে দারুণ ছিল ৷
ীীীীীঃ1
advertisement
জন্মদিনে দেশে ফেরার পর বিমানবন্দরেই এনগেজমেন্ট সেরে নিলেন তিনি ৷ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরেই নিজের প্রেমিক সোমবীর রাথি-র সঙ্গে আংটি বদল করে নিলেন ৷
advertisement
তবে এতটা দ্রুততা কি শুধু শুধুই মোটেই না ৷ দিন কয়েক আগে ভিনেশের ইভেন্ট যখন চলছিল তখন আরেক সোনাজয়ী নীরজ চোপড়া দর্শকদের মধ্যে ছিলেন ৷ এরপরেই গুঞ্জন শুরু হয় নীরজ ও ভিনেশ কি পরস্পরের কাছাকাছি আসছেন ৷ এমনকি সংবাদমাধ্যমে এই নিয়ে খবরও লেখা হয় ৷ তখনই একটা প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন ভিনেশ ৷
advertisement
ীীীীী
আর দেশে ফিরে সেই কথা যে পুরো ভুল তা প্রমাণ করলেন সোনার মেয়ে ৷ তাঁর প্রেমিকের সঙ্গে একেবারে সর্বসমক্ষে বাগদান সেরে ফেললেন তিনি ৷
গগগগগগ
বাংলা খবর/ খবর/খেলা/
নীরজ চোপড়ার সঙ্গে প্রেম করছেন না! এয়ারপোর্টেই বয়ফ্রেন্ডের সঙ্গে আংটি বদল ভিনেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement