Dingko Singh Passes Away: প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং

File Photo

ডিঙ্কো সিং-এর প্রয়াণে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

 • Share this:

  ইম্ফল: অকালেই চলে গেলেন ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার ডিঙ্কো সিং ৷ করোনাকে জয় করলেও খুব বেশি দিন বাঁচতে পারলেন না মণিপুরের এই বক্সার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর ৷ বৃহস্পতিবার মণিপুরে নিজের গ্রামের বাড়িতে মৃত্যু হয় ডিঙ্কো সিং-এর ৷

  তাঁর প্রয়াণে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘ডিঙ্কো সিং ছিলেন একজন সুপারস্টার, দুর্দান্ত বক্সার ৷ দেশে বক্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে তাঁর অনেক অবদান রয়েছে ৷ ওঁর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ ’’

  গত বছর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। সে সময় দিল্লিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন ডিঙ্কো ৷ ফেরার সময় করোনায় আক্রান্ত হন ৷  সেই লড়াইয়ে সাফল্যও পান তিনি। তবে শেষ রক্ষা হল না।

  ২০১৬ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। ২০১৭ সালে দিল্লির ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে প্রায় ১৪ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার হয়। তার পর থেকে নিয়মিত চেক আপের জন্য ডিঙ্কোকে দিল্লি যেতে হত। শেষপর্যন্ত মারণ ক্যানসারই কেড়ে নিল ভারতের সোনাজয়ী বক্সারের প্রাণ ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: