জোড়া লাল কার্ড, অলিম্পিকে আইভরি কোস্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র ব্রাজিলের

Last Updated:

প্রথম ম্যাচে ব্রাজিলকে দেখে মনে হয়েছিল রোলস রয়েস গাড়ি। কিন্তু সেই গাড়ির গতি রবিবার অনেকটাই কমিয়ে দিল আইভরি কোস্ট। দিদিয়ের দ্রগবার দেশের ছেলেরা আপ্রাণ লড়াই করল সেলেকাওদের বিরুদ্ধে

উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য আইভরিকোস্টও লাল কার্ড দেখেছে। তবে সেটা ম্যাচের শেষভাগে। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পশ্চিম আফ্রিকার দেশটি। তবে ব্রাজিলকে গোল আদায় করতে দেয়নি। ম্যাচের বেশিরভাগ সময় দশজনের ব্রাজিলকে চড়াও হতে দেয়নি আইভরিকোস্ট। শেষদিকে এসে চ্যাম্পিয়নরা গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি।
advertisement
প্রথমার্ধে বরং আইভরিকোস্টই ভাল খেলেছে। ম্যাচের চতুর্থ মিনিটেই সুযোগ পেয়েছিল তারা। ম্যাক্স এলাইন গ্রাদেইয়ের বাঁ পায়ের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৫ মিনিটে আমাদ দিয়ালোর শট আটকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোস। ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার আরেকটি জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সান্তোস। পরের মিনিটেই দানি আলভেসের অ্যাসিস্ট থেকে অ্যান্তোনির বাঁ পায়ের শটকে কর্নার করে বাঁচান আইভরিকোস্ট গোলরক্ষক ইরা।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল।৬২ মিনিটে ম্যাথিউস কানহার হেড রুখে দেন ইরা। ৭৭ মিনিটে ক্লদিনহোর ডান পায়ের শটও আটকান তিনি। ৮২ মিনিটে ক্লদিনহোর একই পায়ের শট একটুর জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। চার মিনিট পর গুয়েলার্মা আরেনার বাঁ পায়ের শট আটকে দেন ইরা। শেষদিকে ডিয়েগো কার্লোস, ম্যালকমরা একের পর এক চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেননি। ফলে ০-০ স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
advertisement
প্রথম ম্যাচে ব্রাজিল জার্মানিকে হারিয়েছিল ৪-২ গোলে। দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেলেও ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আইভরিকোস্ট। তিনে সৌদি আরব আর চারে জার্মানি। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ আন্দ্রে জর্ডিন জানিয়েছেন বিপক্ষ দলের রক্ষণাত্মক, ফিজিক্যাল ফুটবল একটা পার্থক্য গড়ে দিয়েছে। তবে পুরো পয়েন্ট না পেলেও ড্র খারাপ ফলাফল নয়। ভুলভ্রান্তি আলোচনা করে পরের ম্যাচে ঝাঁপিয়ে পড়তে তৈরি হবে ছেলেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জোড়া লাল কার্ড, অলিম্পিকে আইভরি কোস্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র ব্রাজিলের
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement