#টোকিও: টোকিও অলিম্পিক্সে প্রথমদিনে ভালো খবর এল মহিলা বক্সার লাভলীনার পক্ষে৷ বক্সিংয়ে তাঁকে পদক আশা হিসেবে দেখছে গোটা দেশের বক্সিং মহল৷ প্রথম ম্যাচে বাই পেয়ে ৬৯ কিলো বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লাভলীনা (Lovlina Borgohain) ৷ তিনি ছাড়াও এদিন প্রি কোয়ার্টার ফাইনালে গেলেন অমিত পঙ্ঘাল৷
লাভলীনা -র শেষ ১৬ তে প্রতিপক্ষ নাদিন অপেত্জ -র মুখোমুখি হবেন৷ এদিকে এদিন বাই পেয়েছেন সিমরনজিত কউর৷ প্রি কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সদাপোন্র সিসোনদি -র বিরুদ্ধে খেলবেন৷ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী সতীশ কুমার (৯১ কিলোগ্রামের বেশি) বিভাগে প্রথম পর্বে বাই পেয়েছেন৷ অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতের প্রথম সুপার হেভিওয়েট বক্সার হবেন৷ সেখানে প্রি কোয়ার্টার ফাইনালে রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে খেলবেন৷ জেতার পর উজবেকিস্তানের শীর্ষস্থানাধিকারী বখাদির জালোলোবের বিরুদ্ধে খেলবেন৷ জালোলবা বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন৷
Tokyo 2020 Olympic Games করোনা ভাইরাসের ধাক্কায় এক বছরের জন্যে পিছিয়ে গিয়েছিল৷ জুলাই ২৩ তারিখে তিরন্দাজি, শ্যুটিং, রোয়িং, এবং ইকুস্ট্রিয়ান গেমসের প্রথম দিনেই আয়োজিত হচ্ছে৷ তবে জাপানে ভারতীয়দের জন্য দিনের শুরুটাই ভালো হয়নি৷ বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী ব্যক্তিগত রাউন্ডে (women's recurve category) নবম হয়ে শেষ করেন৷ এদিকে এদিন বিকেল সাড়ে চারটায় হবে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ পরের দিন যে যে অ্যাথলিটের ইভেন্ট রয়েছে তারা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না যেহেতু করোনা ভাইরাস প্রভাব রয়েছে৷ অতনু দাস এদিন নিজের ইন্ডিভিজুয়াল ইভেন্টে অংশ নেবেন৷
এদিন বক্সিং রিংয়ে নামবেন ভারতের লাভলীনা বোরগোহেন (Lovlina Borgohain) তিনি ৬৯ কিলো বিভাগে নামবেন৷ মাত্র ২৪ বছরের বক্সার অসমের এক ছোট্ট গ্রাম থেকে টোকিও-র টিকিট নিশ্চিত করেছেন৷ অসমের গোলাঘাট জেলার সরুপথর বিধানসভার বরোমুখিয়া গ্রামের বাসিন্দা লাভলীনা৷ তাঁর গ্রামে মাত্র ২০০০ মানুষের বাস৷ তিনি দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন৷ তিনিই প্রথম ভারতীয় বক্সার হিসেবে এবারের অলিম্পিক্সের টিকিট পেয়েছিলেন৷ লাভলীনা ১.৭৭ মিটার লম্বা৷ লাভলীনাকে নিয়ে তাঁর পরিবার ও তাঁর প্রতিবেশীদের গর্বের শেষ নেই৷ লাভলীনার বাবা আশা মেয়ে পদক এনে দেশের মুখ উজ্জ্বল করবেন৷
তাঁর এক প্রতিবেশী স্বপন চক্রবর্তী বলেন, ‘‘গ্রামে বক্সিংয়ের কোনও প্রশিক্ষক নেই, রিং নেই, খালি নিজের পরিশ্রমে লাভলীনা এই জায়গায় পৌঁছেছে৷ আশা ও স্বর্নপদক জিতে দেশের নাম উজ্জ্বল করবে৷’’ ম্যাচের আগে অসমে প্রস্তুতি সেরেছেন এই ২৪ বছরের বক্সার৷ ১৩ বছর বয়সে লাভলীনা ও তাঁর যমজ বোনকে কিক বক্সিং শেখানোর জন্য পাঠানো হয় .তাঁরা জাতীয় স্তরে পৌঁছে গিয়েছিলেন৷ এরপর লাভলীনা বক্সিংয়ে চলে আসেন৷ তাঁর মা মমোনী জানিয়েছেন তাঁর মেয়ে স্কুলে থাকাকালীন সবধরণের খেলায় অংশ নিতেন৷
তিনি আরও জানিয়েছেন , ‘‘একবার লাভলীনা-র বাবা কাগজে মুড়ে মিষ্টি নিয়ে এসেছিলেন, সেখানে মহম্মদ আলির বিষয়ে খবর বেরিয়েছিল৷ সেটা পড়েই বক্সিংয়ে প্রথম আগ্রহ তৈরি হয়৷ ’’
ক্লাস ৯ থাকাকালীন সাইয়ের এক প্রশিক্ষকের নজর তাঁর ওপর পড়ে তখন থেকেই তিনি বক্সিংয়েই আরও উন্নতি শুরু করেন৷ লাভলীনা মহম্মদ আলির পাশাপাশি মাইক টাইসনেরও ফ্যান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Boxing, Tokyo Olympics, Tokyo Olympics 2020