Tokyo Olympics 2020: ফেন্সিংয়ে দুরন্ত জয়! অলিম্পিকের আসরে প্রথমবার নেমেই চমক ভারতের ভবানী দেবীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bhavani wins on her and India's Olympic debut in Fencing: তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি ৷
টোকিও: সকাল সকালই দারুণ খবর ৷ ফেন্সিংয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের ভবানী দেবী ৷ অলিম্পিকের আসরে এবারই প্রথমবার ফেন্সিংয়ে অংশগ্রহণ করছে ভারত ৷ আর প্রথম ম্যাচেই চমক ভবানীর ৷ তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি ৷ মহিলাদের Sabre ইভেন্টে ৬৪ রাউন্ড টেবলের খেলার ফলাফল এটি ৷
Tokyo Olympics 2020: A brilliant start for India on Day 3
Bhavani Devi, the first Indian fencer to make it to Olympics, won her debut match 15-3 and advanced to round-of-32. @IamBhavaniDevi to face French M. Brunet in the next match.#Tokyo2020 #Cheers4India pic.twitter.com/2cwVz1PTdC — Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 26, 2021
advertisement
advertisement
এদিন তিউনিশিয়ার খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি ভবানী দেবী ৷ প্রায় একপেশে ম্যাচ জেতেন তিনি ৷ এবারের অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে ভারতীয় মহিলা খেলোয়াড়দের এখনও পর্যন্ত পারফরম্যান্স যথেষ্ট ভাল ৷
শৈশবে ফেন্সিং তাঁর পছন্দের ক্রীড়া ছিল না। এক কথায় আর কোনও কিছু না পেয়েই ওই খেলাকে বেছে নিয়েছিলেন সিএ ভবানী দেবী। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। দেশের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন তামিলনাড়ুর অ্যাথলিট ৷ আর প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করলেন তিনি ৷
advertisement
এদিকে জিমন্যাস্টিক্সে বাংলার প্রণতির ব্যর্থতায় হতাশ বাংলার জিমন্যাস্ট কোচ মিনারা বেগম ৷ তাঁর মতে, অলিম্পিকের মত প্রতিযোগিতায় অনেক সাধনা করেও কোনও খেলোয়াড়কে খালি হাতে ফিরতে হতে পারে। মিনারা বেগম তাতে দোষের কিছু দেখেন না। কিন্তু যেভাবে প্রণতি বিমে হতাশ করেছেন, আনইভেন বারে পা নীচে ঠেকিয়ে ফেলেছেন সেটা মানতে কষ্ট হচ্ছে মিনারার। সরাসরি দায়ী করছেন কোচ মনোহর শর্মাকে। প্রণতির যে পরিমাণে অনুশীলন করা উচিত ছিল, সেটা হয়নি বলেই মনে করেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 6:39 AM IST

