ক্রীড়া সংস্থার সঙ্গে গাঁটছড়া, টোকিও অলিম্পিকে সোনা জয়েই লক্ষ্য সাক্ষী মালিকের

Last Updated:
#কলকাতা: অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিকের সঙ্গে এবার চুক্তিবদ্ধ হল বিশ্ব বিখ্যাত ক্রীড়া সংস্থা ASICS ৷ কুস্তিতেও এবার আগ্রহ প্রকাশ করেছে এই সংস্থা ৷ তাই দেশের প্রথম অলিম্পিক পদকজয়ী মহিলা কুস্তিগীরের সঙ্গে গাটছড়া বাঁধল সংস্থা ৷ আগামী বছর টোকিও অলিম্পিক এবং সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন সাক্ষী ৷ ব্র্যান্ড ASICS-এর স্লোগানই হল, ' I move me' ৷
২৬ বছরের সাক্ষী এ বছর মার্চে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)-এর ৬৫ কেজি বিভাগে রূপো জিতেছিলেন ৷ আগামী বছর টোকিও অলিম্পিকে ভারতের সম্ভাব্য পদক জয়ীদের তালিকায় উপরের দিকেই রয়েছেন সাক্ষী ৷ টোকিওতে এবার সোনা জিতবেন, এমনটাই সাক্ষীর কাছে আশা দেশবাসীর ৷ সাক্ষী জানিয়েছেন, ‘‘ কুস্তিগীরদের নিজের গ্রিপের দিকে সবসময়েই নজর দেওয়া উচিৎ ৷ এসিকস ইন্ডিয়ার প্রতিনিধি হতে পেরে আমি দারুণ খুশি ৷ এই ব্র্যান্ডের অনেক দিন ধরেই আমি ফ্যান ৷ ক্রীড়াক্ষেত্রে এই ব্র্যান্ডের গুরুত্ব সবযসময়েই অনেক বেশি ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রীড়া সংস্থার সঙ্গে গাঁটছড়া, টোকিও অলিম্পিকে সোনা জয়েই লক্ষ্য সাক্ষী মালিকের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement