টোকিও: ভারতের তিরন্দাজ দল পারলেও শুটিংয়ে হতাশ করলেন অপূর্বী এবং এলাভেনিল। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শনিবার অপূর্বী শেষ করেন ৩৬তম স্থানে। এলাভেনিল শেষ করেন ১৬ নম্বরে। এলাভেনিলের সংগ্রহ ৬২৬.৫ পয়েন্ট এবং অপূর্বী করেন ৬২১.৯ পয়েন্ট ৷ অপূর্বীর এত খারাপ পারফরম্যান্স হতাশই করেছে ভারতীয় সমর্থকদের ৷
Both Apurvi Chandela & Elavenil Valarivan fail to Qualify for Final of 10m Air Rifle event Elavenil | 16th | 626.5 pts Apurvi | 36th | 621.9 pts Next Shooting event: Men's 10m Air Pistol event @ 0930 hrs IST | Saurabh & Abhishek #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/JVRADsdtKn
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
অপূর্বী এবং এলাভেনিলের দু’জনের কেউই ফাইনালে পৌঁছতে পারলেন না এদিন। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা এলাভেনিলের থেকেও পদকের আশা ছিল ভারতের। কিন্তু তিনিও ফাইনালে উঠতে ব্যর্থ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo Olympics 2020