Asian Games 2018: আবার এশিয়াডে সোনা বাঙালির! এ বার তাসের খেলায়

প্রণব বর্ধন ও শিবনাথ সরকার -- ছবি সৌজন্য: রাজ্যবর্ধন সিং রাঠোরের টুইটার হ্যান্ডেল

প্রণব বর্ধন ও শিবনাথ সরকার -- ছবি সৌজন্য: রাজ্যবর্ধন সিং রাঠোরের টুইটার হ্যান্ডেল

৬০ বছরের প্রণব ও ৫৬ বছর বয়সি শিবনাথ ফাইনালে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন ৩৮৪ পয়েন্ট পেয়ে৷ বিপরীতে ছিলেন চিনা প্রতিদ্বন্দ্বী লিক্সিং ইয়াং ও গ্যাং চেন৷ ৩৭৮ পয়েন্ট পেয়ে রুপো পেয়েছেন তাঁরা৷ এই নিয়ে এশিয়াডে ১৫তম সোনা এল ভারতের ঝুলিতে৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

     #জাকার্তা: ফের এশিয়ান গেমস-এ বাঙালির বিশ্বজয়৷ স্বপ্না বর্মনের পর এশিয়াডে সোনা জিতলেন আরও দুই বাঙালি, প্রণব বর্ধন ও শিবনাথ সরকার৷ তাসের খেলা ব্রিজে সোনা জিতলেন এই দুই বাঙালি৷

    ৬০ বছরের প্রণব ও ৫৬ বছর বয়সি শিবনাথ ফাইনালে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন ৩৮৪ পয়েন্ট পেয়ে৷ বিপরীতে ছিলেন চিনা প্রতিদ্বন্দ্বী লিক্সিং ইয়াং ও গ্যাং চেন৷ ৩৭৮ পয়েন্ট পেয়ে রুপো পেয়েছেন তাঁরা৷ এই নিয়ে এশিয়াডে ১৫তম সোনা এল ভারতের ঝুলিতে৷

    প্রণব ও শিবনাথের সোনাজয়ের খবর পেতেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তাঁদের কলকাতার বাড়িতে৷ পাড়ার লোকেরা ভারতের পতাকা হাতে শুরু করে দিয়েছেন হুল্লোড়৷

    অন্যদিকে ব্রিজেই আরেক ভারতীয় জুটি সুমিত মুখোপাধ্যায় ও দেবব্রত মজুমদার ৩৩৩ পয়েন্ট পেয়ে নবম স্থানে শেষ করলেন৷

    First published:

    Tags: 2018 Asian games, Asian Games 2018, Bridge Asian Games