Viral Video|Kohli-Sonakshi Dancing: বিরাটের চোখের সামনে শুধুই সোনাক্ষীর শাড়ির ফলস! রাতের পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
Last Updated:
Viral Video|Kohli-Sonakshi Dancing: বিরাটের সামনে সোনাক্ষী আর সোনাক্ষীর সামনে বিরাট, তারপরেই ভাইরাল ভিডিও
Virat Kohli-Sonakshi Sinha Dancing Video: সোশ্যাল মিডিয়ায় এক পুরনো ভিডিও দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সেটি হল রোহিত শর্মার বিয়ের পুরনো ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাসছে ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিয়েতে জমিয়ে নেচে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ রোহিতের রিসেপশনে কোহলি ও সোনাক্ষী জুটি আর রাজকুমার ছবির শাড়ি কা ফলস সা গানে জমিয়ে নেচেছেন ৷
সোনাক্ষী ও শাহিদ কাপুরের আর রাজকুমার ছবির গানে কোহলি দুর্দান্ত নেচেছিলেন সেটিই দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ফের সোশ্যাল মিডিয়ায় ৷ মাঠ হোক বা মাঠের বাইরে বিরাট কোহলি সর্বদাই সুপারহিট ও সুপারফিট ৷ বর্তমানে সেই পুরনো ভিডিও অর্থাৎ ২০১৬-র ভিডিও দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
Rare video of VIRAT KOHLI and Sonakshi Sinha dancing together at Rohit Sharma's wedding. pic.twitter.com/kVJbzcoeNL
— V I N A Y (@TrophyHeist) February 19, 2023
advertisement
advertisement
ভারতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকর ও বর্ডার ট্রফি চলছে আপাতত সিরিজে ভারত ২-০-তে এগিয়ে আছে ৷
আরও পড়ুন: Birbhum Crime|| গুদামে থরে থরে সাজানো ওগুলো কী! পুলিশ-আবগারি বিভাগের যৌথ অভিযান ব্যাপক চাঞ্চল্য
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জিতেছিল দ্বিতীয় টেস্টে দিল্লিতেও হারের মুখোমুখি অস্ট্রেলিয়া, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট বড় রানের মুখ দেখেননি ৷ আগামী ১ মার্চ থেকে ইনদওর ও ৯ মার্চ ২০২৩ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 6:04 PM IST