আর্জেন্টিনার বিপক্ষে তদন্ত করবে ফিফা! গুরুতর অভিযোগ মেসির দলের বিরুদ্ধে

Last Updated:

Offensive and violating the prestige of the esteemed tournament FIFA starts disciplinary probe against Argentina. আর্জেন্টিনার বিপক্ষে তদন্ত করবে ফিফা! গুরুতর অভিযোগ মেসির দলের বিরুদ্ধে

আর্জেন্টিনার ফুটবলারদের নোংরা সেলিব্রেশন নিয়ে তদন্তে নামল ফিফা
আর্জেন্টিনার ফুটবলারদের নোংরা সেলিব্রেশন নিয়ে তদন্তে নামল ফিফা
#রোজারিও: আর্জেন্টিনার ফুটবল দলের জন্য খারাপ খবর। এবার শাস্তির মুখে পড়তে পারে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ী দল। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দল উদযাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে- এমন অভিযোগই উঠেছে। বিশ্বকাপ জয়ের পর কিছু আর্জেন্টাইন তারকার উদযাপন দৃষ্টিকটু লেগেছে অনেকেরই। এবার এসব অভিযোগই খতিয়ে দেখবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে আপত্তিকর উদযাপন করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ড্রেসিংরুমে গিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করতে বলেন ‘গোল্ডেন গ্লাভ’ বিজয়ী এই গোলরক্ষক।
এরপর আর্জেন্টিনায় বিশ্বকাপ উদযাপনের সময় ‘এমবাপ্পের পুতুল’ হাতে দেখা যায় মার্টিনেজকে। মার্টিনেজ ছাড়াও একাধিক খেলোয়াড় উদযাপনের সময় সীমা লঙঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। আর্জেন্টিনা দলের এমন ‘আক্রমণাত্মক আচরণ’-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।
advertisement
advertisement
advertisement
লিওনেল মেসির দল ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন’ এবং ‘খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ’-সম্পর্কিত বিধিমালা ভেঙেছে বলে মনে করছে ফিফা। এ জন্য ডিসিপ্লিনারি বিধির ১১ ও ১২তম ধারা ধরে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শুধু আর্জেন্টিনা দলের উদযাপন নিয়ে নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শনের (এএফএ) বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। আর্জেন্টাইন বোর্ডের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে। তবে আর্জেন্টিনাকে সাসপেন্ড করা হবে নাকি আর্থিক জরিমানা করা হবে সেটা পরিষ্কার নয়।
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার বিপক্ষে তদন্ত করবে ফিফা! গুরুতর অভিযোগ মেসির দলের বিরুদ্ধে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement