Odisha woman cricketer death: জঙ্গলের বাইরে স্কুটার, গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওড়িশার নিখোঁজ মহিলা ক্রিকেটারের দেহ

Last Updated:

পুরীর ক্রিকেটার রাজশ্রী ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের এখটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন।

জঙ্গলের বাইরে মেলে ক্রিকেটারের স্কুটার। Photo-ANI
জঙ্গলের বাইরে মেলে ক্রিকেটারের স্কুটার। Photo-ANI
কটক: হোটেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কটকের একটি জঙ্গলের ভিতরে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওড়িশার এক মহিলা ক্রিকেটারের দেহ। ওই জঙ্গলের কাছেই উদ্ধার হয় তাঁর স্কুটারটিও। মৃত ওই ক্রিকেটারের নাম রাজশ্রী সোয়াইন।
গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রাজশ্রী। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আটগড় এলাকার গুরুদিঝাটিয়া জঙ্গলের ভিতরে একটি গাছ থেকে উদ্ধার হয় মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, আত্মহত্য়া নাকি ওই ক্রিকেটারের মৃত্য়ুর পিছনে অন্য় কোনও রহস্য় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে।
advertisement
advertisement
পুরীর ক্রিকেটার রাজশ্রী ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের এখটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। পুদুচেরীতে একটি সর্বভারতীয় টুর্নামেন্টের জন্য় এই প্রস্তুতি শিবির আয়োজন করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত ১৬ জনের দলে জায়গা হয়নি রাজশ্রীর। ওই ক্রিকেটারের রুমমেট জানিয়েছেন, চূড়ান্ত দলে জায়গা না পেয়ে ভেঙে পড়েছিলেন রাজশ্রী। বুধবার বিকেলে দল ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। এর পরই হোটেল থেকে নিখোঁজ হয়ে যান রাজশ্রী।
advertisement
ফোনেও রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন দলের কোচ পুষ্পাঞ্জলী বন্দ্য়োপাধ্য়ায়। মৃত ক্রিকেটারের পরিবারের অবশ্য় দাবি, রাজশ্রীকে খুন করা হয়েছে। কারণ তাঁর চোখে এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের সদস্য়দের আরও অভিযোগ, ডান হাতি জোর বোলার এবং মিডল অর্ডার ব্য়াটসম্য়ান রাজশ্রী অন্য়দের তুলনায় ভাল পারফর্ম করলেও তাঁকে ইচ্ছাকৃত ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
advertisement
যদিও ওড়িশা ক্রিকেটা অ্য়াসোসিয়েশনের সিইও সুব্রত বেহরা এই অভিযোগ নস্য়াৎ করে দিয়ে দাবি করেছেন, দল নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গেই হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Odisha woman cricketer death: জঙ্গলের বাইরে স্কুটার, গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওড়িশার নিখোঁজ মহিলা ক্রিকেটারের দেহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement