India vs Australia: কোহলি-রোহিত নয়, এই ৩ ভারতীয় ক্রিকেটারকে 'ভয়' পাচ্ছে অস্ট্রোলিয়া! জানালেন কামিন্স
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা লক্ষয় রোহিত শর্মারা। ঘরের মাঠে অস্ট্রলিয়ার বধের রণনীতিও তৈরি করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ODI World Cup 2023 India vs Australia Pat Cummins reveals which 3 Indian cricketers are worrying Australia.
চিপক: আজ বিশ্বকাপের প্রথম রবিবার। আর সুপার সানডে-তে সুপার ম্যাচ। চেন্নাইয়ের চিপকে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ২ দিনের ম্যাচ ঘিরে ফ্যানেদের মধ্যে তেমন উন্মাদনা লক্ষ্য করা না গেলেও, ভারতের প্রথম ম্যাচ ঘিরে কিন্তু উন্মাদনা তুঙ্গে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত ব্যাগি গ্রিনরা। তবে মাঠে নামার আগে ৩ ভারতীয় ক্রিকেটারের নাম বললেন প্যাট কামিন্স। যারা রীতিমত চিন্তায় রেখেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে।
যে ভারতীয় ত্রয়ী অজিদের চিন্তায় রেখেছেন তারা হলে টিম ইন্ডিয়াক তিন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ভারতের মাঠে এ স্পিনাররা কতটা ভয়ঙ্কর তা ভাল করেই জানেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার মধ্যে খেলা চিপকে। যেখানে স্পিনাররা বরাবর সাহায্য পেয়ে থাকে। ফলে অশ্বিন-জাদেজা-কুলদীপ চ্যালেঞ্জ সামলানো যে তাঁর দলের ব্যাটারদের পক্ষে মোটেই সহজ হবে না তা বুঝতে পারছেন কামিন্স। তবে তাদেরও যে পরিকল্পনা তৈরি সৈই কথাও জানিয়েছেন প্যাট কামিন্স।
advertisement
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন,”ভারতীয় দলের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী ও বৈচিত্রময়। ভারতের মাটিতে ওদের স্পিনাররা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা জানি। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের বিরুদ্ধে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা আলাদ করে ওদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করেছি। যা পরিকল্পনা করেছি তা কাজে লাগাতে পারলে সাফল্য আসতে পারে।” পাশাপাশি ভারতে দীর্ঘ বছর ধরে আইপিএল খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে বলে জানিয়েছেন প্যাট কামিন্স।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Hardik Pandya Injury: ফের খারাপ খবর! অনুশীলনে চোট হার্দিক পান্ডিয়ার, খেলতে পারবেন প্রথম ম্যাচে? রইল আপডেট
প্রসঙ্গত, বিশ্বকাপ খেলতে বিদেশী দেশগুলির মধ্যে সবার আগে ভারতের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধেই ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে ব্যাগি গ্রিনরা। সেখানে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচ জিতেছিল অজিরা। তাই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন অজি অধিনায়ক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 9:07 AM IST