Babar Azam: গাড়িতে বেপরোয়া গতি! ট্রাফিক আইন ভেঙে রেহাই পেলেন না বাবর আজম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Babar Azam: সম্প্রতি গাড়িতে নির্দিষ্ট মাপের থেকে ছোট নাম্বার প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল বাবরকে। আর এবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য খেসারত দিতে হল পাক দলের অধিনায়ক।
লাহোর: কয়েক দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার জরিমানা দিতে হল পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে। তবে ক্রিকেট মাঠে কোনও নিয়ম ভাঙা নিয়ে নয়, বাবর আজমেরে জরিমানা দিতে হল ট্রাফিক আইন ভেঙে। সম্প্রতি গাড়িতে নির্দিষ্ট মাপের থেকে ছোট নাম্বার প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল বাবরকে। আর এবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য খেসারত দিতে হল পাক দলের অধিনায়ক।
এশিয়া কাপের পর ও বিশ্বকাপ খেলতে আসার আগে মাঝের কিছুটা সময় ছুটি উপভোগ করছিলেন বাবর আজম। নিজের সাধের অডি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে। লাহোরের রাস্তায় গাড়িতে বেপরোয়া গতি তোলার অভিযোগ ওঠে বাবর আজমের বিরুদ্ধে। নিয়ম ভাঙায় পাক অধিনায়কের গাড়ি থামায় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশ। দেশের জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও বাবরকে রেয়াত করা হয়নি। নির্দিষ্ট আইন মেনে জরিমানা হয় বাবর আজমের।
advertisement
The captain of Pakistan, Babar Azam, has been fined by the Punjab Motorway Police 👮♀️ for speeding.#TOKSports | #BabarAzam pic.twitter.com/cGdJ1WW7s3
— TOK Sports (@TOKSports021) September 25, 2023
advertisement
advertisement
ট্রাফিক আইন ভাঙায় বাবর আজমকে যে ট্রাফি পুলিশ ধরেছিল সেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে নান মন্তব্যও করেছেন নেটিজেনরা। ছবিতে দেখা যায় বাবর আজমের পরনে ছিল একটি কালো হাফ প্যান্ট এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট। তাঁর পাশেই রয়েছেন একজন পাক ট্রাফিক পুলিশের কর্মী। লাহোরের লিবার্টি চকের কাছে ঘটনাটি। আইন ভাঙায় নির্দিষ্ট জরিমানা দিয়েই সেখান থেকে যেতে পারেন বাবর আজম।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 5:01 PM IST