Glenn Maxwell: ম্যাক্সওয়েল ও জাম্পার দাপটে উড়ে গেল ডাচরা, ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

Last Updated:

ODI World Cup 2023 Australia vs Netherlands Glenn Maxwell Adam Zampa s splendid performance Australia beat Netherlands by 309 runs in ICC World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটে-বলে সমান তাণ্ডব দেখাল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অজিদের করা ৩৯৯ রানের জবাবে ৯০ রানেই শেষ নেদার ল্যান্ডসের রেকর্ড। ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা।

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (Photo Courtesy- AP)
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (Photo Courtesy- AP)
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটে-বলে সমান তাণ্ডব দেখাল অস্ট্রেলিয়া। প্রথমে গ্লেন ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথদের অনবদ্য ব্যাটিং। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুততম শতরানও করেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার করা ৩৯৯ রানের জবাবে ৯০ রানেই শেষ নেদারল্যান্ডসের ইনিংস। ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা। বিশ্বকাপের ইতিহাসে এটিই সবথেকে বড় ব্যবধানে জয়।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল ব্যাটিং করে ৫ বারের বিশ্বজয়ীরা। ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া মিডল অর্ডারে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ৬৮ বলে ৭১ করেন স্টিভ স্মিথ ও ৪৭ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলেন লাবুশেন।
advertisement
তবে সকলকে ছাপিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ দিন পর তাঁকে ফের দেখা যায় রণংদেহী মেজাজে। একের পর এক মারকাটির শট খেলেন স্লগ ওভারে। মাত্র ৪০ বলে শতরান পূরণ করেন ম্যাক্সি। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ডও নিজের নামে করেন ম্যাক্সওয়েল। ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ষ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ম্যাক্সওয়েলের ইনিংস।
advertisement
advertisement
রান তাড়ে করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ডাচরা। অজি বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে নেদারল্যান্ডসের ইনিংস। বিক্রমজিৎ সিংয়ের ২৫ রানের ইনিংস ছাড়া কোনও ডাচ ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ২১ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ৩০৯ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
advertisement
এদিন অজিদের হয়ে দুরন্ত বোলিং করেন অ্যাডাম জাম্পা। একাই ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২টি উইকেট নেন মিচেল মার্শ। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। এত বড় ব্যবধানে জয়ের ফলে রানরেটে অনেকটাই উন্নতি হল অস্ট্রেলিয়ার। ৫ ম্যাচে ৩ জয় ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকল প্যাট কামিন্সের দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Glenn Maxwell: ম্যাক্সওয়েল ও জাম্পার দাপটে উড়ে গেল ডাচরা, ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement