কোটলায় ৩২৪ তুলে ডিক্লেয়ার কিউদের !
Last Updated:
নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার)
নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার)
প্রথম দিনের খেলা শেষ স্কোর
#নয়াদিল্লি: দিল্লির উইকেট আর টেস্ট সিরিজের উইকেট যে সম্পূর্ণ আলাদা হবে ৷সেটা ভালমতোই জানে ভিজিটার্স টিম ৷ কিন্তু সব জেনেও শুক্রবার কোটলার উইকেটে ভালমতোই ব্যাটিং প্র্যাকটিসটা সেরে রাখল নিউজিল্যান্ড ৷ফিরোজ শাহ কোটলায় ৩২৪ রান তোলার পর দলের ওপেনার টম ল্যাথামের হুঙ্কার- ‘‘ আমরা যে কোনও উইকেটেই খেলতে প্রস্তুত ৷’’
advertisement
advertisement
এদিন টস জিতে মুম্বই অধিনায়ক আদিত্য তারে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান ৷ কোটলার পিচ চিরাচরিত ঘূর্ণি পিচ না হয়ে এবার গ্রিন টপ ৷ তাই ব্যাট করতে কোনও অসুবিধা হয়নি কিউইদের ৷ ল্যাথাম ৫৫ রান করার পাশাপাশি রান পেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৫০), রস টেলর (৪১), মিচেল স্যান্টনার (৪৫) ৷
advertisement
গ্রিন টপ হলেও ভারত সফরে প্রথম দিন নিজেদের ব্যাটিংয়ে খুশি নিউজিল্যান্ড ৷ ল্যাথাম বলেন, ‘‘উইকেটে যা সময় কাটালাম, সেটা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। প্রথম টেস্টে এর চেয়ে অনেক বেশি বল ঘুরবে। কিন্তু এখানে যা খেললাম, ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেও এ রকমই ব্যাটিং দেখবেন আমাদের কাছ থেকে।’’
মুম্বই বোলারদের মধ্যে ২১ রান দিয়ে দু’উইকেট নেন বলবিন্দর সাধুঁ ৷ বাকি একটি করে উইকেট পেয়েছেন ধাবোলকর, গোহিল ও লাড ৷ এদিন ৭৫ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৷ দিনের শেষে মুম্বইয়ের সংগ্রহ এক উইকেট ৪৯ রান ৷ ১৩ ওভারই ব্যাট করার সুযোগ পেয়েছেন মুম্বই ব্যাটসম্যানরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2016 10:20 AM IST