কোটলায় ৩২৪ তুলে ডিক্লেয়ার কিউদের !

Last Updated:

নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার)

নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার) 
প্রথম দিনের খেলা শেষ স্কোর
#নয়াদিল্লি:  দিল্লির উইকেট আর টেস্ট সিরিজের উইকেট যে সম্পূর্ণ আলাদা হবে ৷সেটা ভালমতোই জানে ভিজিটার্স টিম ৷ কিন্তু সব জেনেও শুক্রবার কোটলার উইকেটে ভালমতোই ব্যাটিং প্র্যাকটিসটা সেরে রাখল নিউজিল্যান্ড ৷ফিরোজ শাহ কোটলায় ৩২৪ রান তোলার পর দলের ওপেনার টম ল্যাথামের হুঙ্কার- ‘‘ আমরা যে কোনও উইকেটেই খেলতে প্রস্তুত ৷’’
advertisement
advertisement
এদিন টস জিতে মুম্বই অধিনায়ক আদিত্য তারে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান ৷ কোটলার পিচ চিরাচরিত ঘূর্ণি পিচ না হয়ে এবার গ্রিন টপ ৷ তাই ব্যাট করতে কোনও অসুবিধা হয়নি কিউইদের ৷ ল্যাথাম ৫৫ রান করার পাশাপাশি রান পেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৫০), রস টেলর (৪১), মিচেল স্যান্টনার (৪৫) ৷
advertisement
গ্রিন টপ হলেও ভারত সফরে প্রথম দিন নিজেদের ব্যাটিংয়ে খুশি নিউজিল্যান্ড ৷ ল্যাথাম বলেন, ‘‘উইকেটে যা সময় কাটালাম, সেটা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। প্রথম টেস্টে এর চেয়ে অনেক বেশি বল ঘুরবে। কিন্তু এখানে যা খেললাম, ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেও এ রকমই ব্যাটিং দেখবেন আমাদের কাছ থেকে।’’
মুম্বই বোলারদের মধ্যে ২১ রান দিয়ে দু’উইকেট নেন বলবিন্দর সাধুঁ ৷ বাকি একটি করে উইকেট পেয়েছেন ধাবোলকর, গোহিল ও লাড ৷ এদিন ৭৫ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৷ দিনের শেষে মুম্বইয়ের সংগ্রহ এক উইকেট ৪৯ রান ৷ ১৩ ওভারই ব্যাট করার সুযোগ পেয়েছেন মুম্বই ব্যাটসম্যানরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কোটলায় ৩২৪ তুলে ডিক্লেয়ার কিউদের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement