#ম্যাঞ্চেস্টার: ১২৫ রানে শুধু ক্যারিবিয়ান শিকার নয়। একের পর এক রেকর্ড ভাঙল ম্যাঞ্চেস্টারে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা বোলিং শামির। বিশ্বকাপে তৃতীয় বড় হার ক্যারিবিয়ানদের।
রেকর্ডের সামনেই দাঁড়িয়েছিলেন। মাত্র ৩৭ রান করেই সচিন, লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে পরপর চারটে হাফ সেঞ্চুরি। ভাঙলেন ছিয়ানব্বইতে মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড।
ভারত জিতেছে ১২৫ রানে। রানের বিচারে ম্যাঞ্চেস্টারে ভারতের চতুর্থ বৃহত্তম জয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে । সবচেয়ে বড় জয় ২০১৮-তে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, ২২৪ রানে। আর বিশ্বকাপে রানের বিচারে এটা তৃতীয় বৃহত্তম হার ওয়েস্ট ইন্ডিজের। সবচেয়ে বড় হার ২০১৫-তে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে, ২৫৭ রানে ৷
Opener @klrahul11 in awe of captain @imVkohli's batting consistency #TeamIndia #WIvIND #CWC19 pic.twitter.com/c9zHzEJBtd
— BCCI (@BCCI) June 27, 2019
ভুবির বদলি হিসেবে এসেই ফুল ফোটাচ্ছেন মহম্মদ শামি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে ধসিয়ে ১৬ রানে চার উইকেট। ম্যাঞ্চেস্টারে শামির স্পেলই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং। ৮৩-র ঐতিহাসিক ফাইনালে লর্ডসে ১২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন মহিন্দর অমরনাথ ৷ ম্যাঞ্চেস্টারে ক্যারিবিয়ান শিকার আক্ষরিক অর্থেই রেকর্ডের ম্যাচ।