মারেকে হারিয়ে মেলবোর্নে ইতিহাস জোকারের

Last Updated:

রবিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ ৷ সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি ৷ রবিবার মেলবোর্নে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুললেন আঠাশ বছরের এই টেনিস তারকা ৷ এখানেই শেষ নয়, কিংবদন্তি রড লেভারের নামাঙ্কিত কোর্টে দাঁড়িয়েই কেরিয়ারের ১১তম গ্র্যান্ডস্লাম জিতে রড লেভার এবং বিয়র্ন বর্গকে ছুঁয়ে ফেললেন জোকার ৷ পাশাপাশি, এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পাঁচবার পরাজয় স্বীকার করলেন অ্যান্ডি মারে ৷

#মেলবোর্ন: রবিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ ৷ সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি ৷ রবিবার মেলবোর্নে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুললেন আঠাশ বছরের এই টেনিস তারকা ৷ এখানেই শেষ নয়, কিংবদন্তি রড লেভারের নামাঙ্কিত কোর্টে দাঁড়িয়েই কেরিয়ারের ১১তম গ্র্যান্ডস্লাম জিতে রড লেভার এবং বিয়র্ন বর্গকে ছুঁয়ে ফেললেন জোকার ৷ পাশাপাশি, এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পাঁচবার পরাজয় স্বীকার করলেন অ্যান্ডি মারে ৷
রজার ফেডেরারকে হারিয়ে ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাসী জোকার জানিয়েছিলেন, ‘গ্র্যান্ড স্লাম জেতাটা জীবনের সর্বোচ্চ শৃঙ্গ ৷ আমি ট্রফিটা হাতে রাখার জন্য নিজের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করব৷’ তবে ২৪ ঘণ্টা আগে মহিলাদের ফাইনালে সেরেনার মতো মহানক্ষত্রের পতনকে মাথায় রেখে অতি আত্মবিশ্বাস দেখাতে নারাজ ছিলেন জকোভিচ ৷ প্রতিপক্ষ অ্যান্ডি মারের ক্ষমতাকে সম্মান জানিয়ে বলেছিলেন, ‘আমাকে ইতিহাস তৈরি করা থেকে একমাত্র আটকাতে পারে মারে ৷’ এদিন মারের বিরুদ্ধে স্ট্রেট সেটে জেতেন জকোভিচ ৷ খেলার ফল ছিল ৬-৪, ৭-৫, ৭-৬ ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মারেকে হারিয়ে মেলবোর্নে ইতিহাস জোকারের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement