মারেকে হারিয়ে মেলবোর্নে ইতিহাস জোকারের
Last Updated:
রবিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ ৷ সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি ৷ রবিবার মেলবোর্নে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুললেন আঠাশ বছরের এই টেনিস তারকা ৷ এখানেই শেষ নয়, কিংবদন্তি রড লেভারের নামাঙ্কিত কোর্টে দাঁড়িয়েই কেরিয়ারের ১১তম গ্র্যান্ডস্লাম জিতে রড লেভার এবং বিয়র্ন বর্গকে ছুঁয়ে ফেললেন জোকার ৷ পাশাপাশি, এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পাঁচবার পরাজয় স্বীকার করলেন অ্যান্ডি মারে ৷
#মেলবোর্ন: রবিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ ৷ সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি ৷ রবিবার মেলবোর্নে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুললেন আঠাশ বছরের এই টেনিস তারকা ৷ এখানেই শেষ নয়, কিংবদন্তি রড লেভারের নামাঙ্কিত কোর্টে দাঁড়িয়েই কেরিয়ারের ১১তম গ্র্যান্ডস্লাম জিতে রড লেভার এবং বিয়র্ন বর্গকে ছুঁয়ে ফেললেন জোকার ৷ পাশাপাশি, এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পাঁচবার পরাজয় স্বীকার করলেন অ্যান্ডি মারে ৷
রজার ফেডেরারকে হারিয়ে ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাসী জোকার জানিয়েছিলেন, ‘গ্র্যান্ড স্লাম জেতাটা জীবনের সর্বোচ্চ শৃঙ্গ ৷ আমি ট্রফিটা হাতে রাখার জন্য নিজের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করব৷’ তবে ২৪ ঘণ্টা আগে মহিলাদের ফাইনালে সেরেনার মতো মহানক্ষত্রের পতনকে মাথায় রেখে অতি আত্মবিশ্বাস দেখাতে নারাজ ছিলেন জকোভিচ ৷ প্রতিপক্ষ অ্যান্ডি মারের ক্ষমতাকে সম্মান জানিয়ে বলেছিলেন, ‘আমাকে ইতিহাস তৈরি করা থেকে একমাত্র আটকাতে পারে মারে ৷’ এদিন মারের বিরুদ্ধে স্ট্রেট সেটে জেতেন জকোভিচ ৷ খেলার ফল ছিল ৬-৪, ৭-৫, ৭-৬ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2016 6:36 PM IST