যুক্তরাষ্ট্র ওপেনে ‘ওয়াকওভার’-র হ্যাটট্রিক জোকারের !

Last Updated:

সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ ৷ যিনি এই নিয়ে মোট তিনবার ওয়াকওভার পেলেন যুক্তরাষ্ট ওপেনে ৷

#নিউইয়র্ক :  ডার্বি না খেলে ইস্টবেঙ্গলকে মোহনবাগান ওয়াকওভার দেওয়ায় এখন বাংলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ কিন্তু মজার ব্যাপার হল এই বিষয়টা এখন যুক্তরাষ্ট্র ওপেনে প্রতিদিন ঘটছে ৷আর সেটাও শুধুমাত্র একজনের ক্ষেত্রেই ৷ নামটা বুঝতে হয়তো অসুবিধা হয়নি ৷ তিনি সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ ৷ যিনি এই নিয়ে মোট তিনবার ওয়াকওভার পেলেন ৷
তিন তিনবার ওয়াকওভার পাওয়াটা যে মোটেই যেমন তেমন ঘটনা নয়, তা  মানছেন জকোভিচ নিজেও ৷তিনি বলেন,   ‘‘এই টুর্নামেন্টে আমার অদ্ভুত অভিজ্ঞতা হল। কখনও কোনও গ্র্যান্ড স্ল্যামে আমার বিরুদ্ধে তিনজন রিটায়ার্ড হার্ট হননি।’’
কোয়ার্টার ফাইনালেও অসুস্থ হয়ে পড়া প্রতিপক্ষ জো উইলফ্রেড সঙ্গার কাছ থেকে ওয়াকওভার পেয়ে গেলেন তিনি। চলতি টুর্নামেন্টে  যা  তৃতীয় ওয়াকওভার জকোভিচের। ওয়াকওভার দেওয়ার পর সঙ্গা  বলেন, ‘‘হাঁটুতে সমস্যা হচ্ছে দেখেই বুঝে যাই, আজ আমি শেষ করতে পারব না।’’ সেমিফাইনালে জকোভিচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ ৷ মঁফিস। এখনও পর্যন্ত ১২টি সাক্ষাতে যিনি একবারও হারাতে পারেননি জোকারকে।
advertisement
advertisement
ডেভিস কাপে রাফায়েল নাদালের ভারতে আসার খবর নিয়ে উন্মাদনার মধ্যেই ঝামেলা লেগে গেল ভারতীয় টেনিসের অন্দরমহলে। বিবাদমান দুই গোষ্ঠী সেই ভারতীয় ডেভিস কাপ টিম এবং ভারতীয় টেনিস প্রশাসকেরা। ঝামেলার কারণ হল নাদালের সঙ্গে ডেভিস কাপ টাই পড়েছে সন্ধ্যাবেলা ৷ স্ট্র্যাটেজি হিসাবে নাদালদের দিনের বেলায় ভারতের গরম আর আর্দ্রতার মধ্যে খেলতে দেওয়াটাই ঠিক সিদ্ধান্ত হত বলেও মন্তব্য করেছেন ভারতীয় দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন আনন্দ অমৃতরাজ। তিনি বলেছেন, ‘‘তাঁর বা টিমের কোনও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা না করেই সন্ধ্যাবেলায় ম্যাচ দিয়ে দেওয়া হয়েছে।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
যুক্তরাষ্ট্র ওপেনে ‘ওয়াকওভার’-র হ্যাটট্রিক জোকারের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement