Novak Djokovic Deported: ভিসা সমস্যায় ক্যাঙ্গারুদের দেশে ঢুকতেই পারলেন না জোকোভিচ ! অস্ট্রেলিয়ান ওপেনে খেলা অনিশ্চিত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Novak Djokovic Appeals In Court Against Australia Deportation: আজ, বৃহস্পতিবারই দেশে ফেরানো হতে পারে জকোভিচকে ৷ এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা এখন ভালোমতোই অনিশ্চিত হয়ে পড়ল সার্বিয়ান তারকার ৷
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের আগে অদ্ভূত সমস্যা নোভাক জোকোভিচের (Novak Djokovic) ৷ তাঁর ভিসাই বাতিল করে দিল অস্ট্রেলিয়া সরকার ৷ ভিসা সমস্যায় বেশ কয়েক ঘণ্টা মেলবোর্ন বিমানবন্দরে আটকে ছিলেন ৷ কিন্তু শেষপর্যন্ত ভিসাই বাতিল হল তাঁর ৷ আজ, বৃহস্পতিবারই দেশে ফেরানো হতে পারে জোকোভিচকে ৷ এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা এখন ভালোমতোই অনিশ্চিত হয়ে পড়ল সার্বিয়ান তারকার (Novak Djokovic Deported) ৷
বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ ৷ তাঁকে ছাড়াই কি তাহলে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন হবে ? এই প্রশ্নই এখন উঠছে সর্বত্র ৷ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে গিয়ে নামেন জোকোভিচ ৷ জানা গিয়েছে, ভিসার আবেদনপত্রে ভুল থাকার জন্যই জোকোভিচকে দেশে ঢুকতে দেওয়া হয়নি (Novak Djokovic Appeals In Court Against Australia Deportation) ৷
advertisement
advertisement
আরও পড়ুন-‘সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান...’ ! পাত্রী খুঁজতে শহরজুড়ে হোর্ডিংয়ে বিজ্ঞাপন যুবকের
করোনার ভ্যাকসিন না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র জোকোভিচ কী ভাবে পেলেন তার কোনও স্পষ্ট জবাব নাকি সার্বিয়ান টেনিস তারকা দিতে পারেননি। তার জন্যই তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে খবর ৷ এই নিয়ম না মানলে অস্ট্রেলিয়ায় ঢোকা কারোর পক্ষেই সম্ভব নয় ৷ জোকোভিচের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ৷ তবে এর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জোকার ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 12:27 PM IST