Womens World Cup : বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি রিচা, তবে আরেক বাঙালির হাতেও উঠল বিশ্বকাপ ট্রফি! বাংলার গর্ব তিনিও

Last Updated:

Womens World Cup : সচিন মণ্ডল। বাবা সেনা কর্মী। ক্রিকেটার সচিনের নামানুযায়ী তাঁর নাম রেখেছিলেন বাবা। ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন সচিনের। তবে সেটা বড় মঞ্চে হয়নি। কিন্তু তিনি দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন বলা চলে!

News18
News18
কলকাতা : সচিন মণ্ডল। বাবা সেনা কর্মী। ক্রিকেটার সচিনের নামানুযায়ী তাঁর নাম রেখেছিলেন বাবা। ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন সচিনের। তবে সেটা বড় মঞ্চে হয়নি। কিন্তু তিনি দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন বলা চলে!
বহরমপুরের ভাকুড়িতে তাঁর বাড়ি। সেখান থেকেই প্রথম ক্রিকেট শিখতে চান জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্রিকেট অ্য়াকাডেমিতে। অফ স্পিনার হিসেবে নিজেকে মেলে ধরেন। অনূর্ধ্ব ১৮ সিএবি টুর্নামেন্টে এক ম্যাচে আট উইকেট নিয়ে খবরের শিরোনামে আসেন।
পরবর্তীতে দ্বিতীয় ডিভিশন ক্লাবের খেলার সুযোগও পান। তবে ময়দানের রাজনীতির শিকার হয়ে ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। এর পর ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছেড়ে থ্রো-ডাউন স্পেশালিস্ট হওয়ার কাজে নিজেকে নিযুক্ত করেন।
advertisement
advertisement
ছোট থেকেই ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাটসম্যানদের কী করে ব্যাটিং অনুশীলনের সময় থ্রো-ডাউন করাতে হয় সেটা শিখে নেন সচিন মণ্ডল। ঘন্টার পর ঘন্টা ক্রিকেটারদের প্রায় ১৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল ছুড়তে পারেন। এখন ক্রিকেটার তৈরির কাজটাই সচিন করে থাকেন।
আরও পড়ুন- Ind vs Pak ম্যাচে অভ্যবতার শাস্তি, হ্যারিস রউফ ২ ম্যাচ সাসপেন্ড, সূর্যকুমার-বুমরাহের ফাইন
সিএবিতে কাজের সুযোগ না পেলেও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে কাজের সুযোগ পান। এখান থেকে বছর তিনেক আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন। স্মৃতি, রিচা, দীপ্তিদের খুব পছন্দের সচিন। ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করানোর সময় থ্রো করেন তিনি। এশিয়া কাপ সেরা হওয়া মহিলাদের দলেও ছিলেন। আর এবার বলা চলে রিচা ঘোষ ছাড়াও বিশ্বকাপ উঠেছে এই বাঙালির হাতেও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Womens World Cup : বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি রিচা, তবে আরেক বাঙালির হাতেও উঠল বিশ্বকাপ ট্রফি! বাংলার গর্ব তিনিও
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement