corona virus btn
corona virus btn
Loading

‘‘ পাকিস্তানের সঙ্গে এখন ক্রিকেট কোনওমতেই নয় ’’ : গম্ভীর

‘‘ পাকিস্তানের সঙ্গে এখন ক্রিকেট কোনওমতেই নয় ’’ : গম্ভীর

সীমান্তে ভারত-পাক যুদ্ধ। পর পর ভারতের মাটিতে পাকিস্তানের আক্রমণ। এই সব মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর।

  • Share this:

#নয়াদিল্লি: সীমান্তে ভারত-পাক অশান্তি ক্রমশই বাড়ছে ৷ পুরোপুরি যুদ্ধের সম্ভাবনা এখনই না থাকলেও প্রায় যুদ্ধেরই পরিস্থিতি চলছে ৷ এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে চায় না ভারত ৷ ক্রীড়াক্ষেত্র এবং সিনেমা জগতেও এর প্রভাব পড়েছে ৷ ভারত-পাক ক্রিকেট হওয়া উচিৎ কি না, এই নিয়ে নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর কিন্তু সাফ ‘না’ জানিয়েছেন ৷

দু’বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে ফিরেছেন গম্ভীর। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে খেলায় মত নেই গম্ভীরের। বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবতেই চাই না। দেশ খেলার থেকে অনেক আগে।’’

ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ যেমন বলেছিলেন , হকির মাঠে পাকিস্তানকে হারিয়েই উরি হামলার বদলা নিতে চায় ভারতীয় হকি দল ৷ কিন্তু ক্রিকেটে সেই পথে হাঁটতে চাইছে না বিসিসিআই ৷ আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে থাকতে চায় না ভারত ৷ এব্যাপারে বোর্ডকে পূর্ণ সমর্থন করছেন গম্ভীর ৷ মিসবা উল হকের টিমের বিরুদ্ধে এই পরিস্থিতিতে কোনওমতেই ভারতীয় দল খেলুক, সেটা চান না তিনি ৷

First published: October 18, 2016, 8:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर