Wimbledon sex : পার্কে চলে খুল্লামখুল্লা যৌনতা! উইম্বলডন শুরুর আগেই দর্শকদের কড়া বার্তা পুলিশের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
No sex and drug parties are allowed in Wimbledon Park Golf Club. যৌনতা এবং মাদকচক্রের ওপর কড়া শাস্তি উইম্বলডনে
#লন্ডন: একদিন পরেই শুরু হতে চলেছে অন্যতম সেরা টেনিস টুর্নামেন্ট উইম্বল্ডন। ঐতিহ্য এবং ইতিহাসের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। কত কিংবদন্তি খেলে গিয়েছেন। কত কিংবদন্তি আগামী দিনে তৈরি হবেন। উইম্বলডনের সেন্টার কোর্ট এবং সবুজ ঘাস নিয়ে রোমাঞ্চ কম নয়। কিন্তু ম্যাচ শেষে অনেক দর্শক খুল্লামখুল্লা যৌনতা করেন এই অভিযোগ বহু পুরনো।
ফুটবল বিশ্বকাপ চলাকালীন দর্শকরা এক রাতের যৌনমিলন করতে গিয়ে ধরা পড়লে সাত বছরের জেলের সাজা ঘোষণা করেছে কাতার প্রশাসন। এবার উইম্বলডন চলাকালীন দর্শকদের যৌনমিলন, মাদক পার্টিতে কড়া হুঁশিয়ারি দিলেন স্থানীয় বাসিন্দারা। যৌনমিলন বা মাদক পার্টি করতে গিয়ে ধরা পড়লে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
অল ইংল্যান্ড ক্লাব ও উইম্বলডন পার্ক গলফ ক্লাবের দূরত্ব বেশি নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিযোগিতা চলাকালীন খেলার পর রাতের দিকে দর্শকদের একটা অংশ চলে যায় গলফ ক্লাবে। সেখানে গাছের আড়ালে যৌনমিলন থেকে শুরু করে মাদক পার্টি সব চলে।
advertisement
advertisement
Horny tennis fans warned over sex and drug parties by wealthy Wimbledon residents https://t.co/Gg5vc7wNv4
— Cengiz Adabag (@adabagcompany) June 25, 2022
এবার যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। পুলিশকে জানানো হয়েছে। উইম্বলডন চলাকালীন পুলিশ গলফ ক্লাব ও তার আশপাশে টহল দেবে। নজর রাখবেন স্থানীয়রাও। এই ধরনের কোনও ঘটনা দেখলেই তাঁরা খবর দেবেন পুলিশে।
advertisement
গলফ ক্লাবের প্রবেশ পথে নোটিস লাগিয়েছেন স্থানীয়রা। সেখানে লেখা, যে দর্শকরা উইম্বলডন দেখতে আসছেন তাঁরা দয়া করে আমাদের পার্ক ও আশপাশের এলাকায় বিনা অনুমতিতে ঢুকে পড়বেন না। যৌনমিলন, মাদক পার্টির মতো অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। পুলিশ নজর রাখবে। দয়া করে টেনিস উপভোগ করুন।
হুঁশিয়ারি দর্শকরা কতটা মানবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগেও এই ধরনের নোটিস লাগানো হয়েছিল। কিন্তু সেই নোটিস ছিঁড়ে দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে উইম্বলডন চলাকালীন দু’সপ্তাহ গলফ ক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
তার পরেও দর্শকরা পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন। কোনও ভাবেই তাঁদের আটকানো যায় না। এতে ঐতিহ্য নষ্ট হয় জায়গার। এখন দেখার পুলিশের কড়া বার্তা কাজে দেয় কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2022 1:46 PM IST