কোটি কোটি টাকার খেলা, মেয়েদের আইপিএলে কলকাতার কোনও জায়গা হল না

Last Updated:

Women's Ipl: কলকাতা নেই। তা হলে কোন কোন দল খেলবে মহিলাদের আইপিএলে, জেনে নিন।

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এবার মহিলা ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে খেলার সুযোগ পান। মেয়েদের আইপিএলে দলও বাড়ানো হচ্ছে।
নতুন মরশুমে ৫টি দল খেলবে মেয়েদের আইপিএলে। পাঁচটি শহরের নাম অনুযায়ী দলের নাম নির্ধারণ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, দলের নাম ঠিক করা হয়ে গিয়েছে। যে পাঁচটি দল খেলতে চলেছে তারা হল- আহমেদাবাদ, মুম্বই, ব্যাঙ্গালোর, দিল্লি ও লখনউ।
আরও পড়ুন- IND vs NZ: ভারতীয় দলে বড় ধাক্কা, ওপেনারের কব্জিতে চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন
মেয়েদের আইপিএলে কলকাতার কোনও দল নেই। মহিলাদের আইপিএলে অংশগ্রহণকারী পাঁচটি দলকে কিনতে অনেক বড় কোম্পানি বিড করেছিল। বিডিং প্রক্রিয়ার অধীনে বিসিসিআই সমস্ত সংস্থাকে দরপত্রের পরিমাণ পাঠাতে বলেছিল।
advertisement
advertisement
আদানি গ্রুপ আহমেদাবাদের জন্য বিড করেছিল।অন্যদিকে, পুরুষদের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মালিক আরসিবি এখানেও বেঙ্গালুরু দল কিনল।
আদানি স্পোর্টস লাইন প্রাইভেট লিমিটেড আহমেদাবাদ দল ১২৮৯ কোটি টাকায় কিনেছে। অন্যদিকে, ইন্ডিয়া উইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২.৯৯ কোটি টাকায় মুম্বই দলের স্বত্ব পেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোর দল ৯০১ কোটি টাকায় কিনেছে।
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপে ভারতের গোপন তাস হবে শার্দুল! জোর গলায় দাবি ছেলেবেলার কোচের
দিল্লির JSW GMR ক্রিকেট প্রাইভেট লিমিটেড ৮১০ কোটি টাকায় দল কিনেছে। কাপরি গ্লোবাল হোল্ডিংস লখনউ মহিলা দলের মালিক হবে। ৭৫৭ কোটি টাকায় দল কিনেছে তারা। বিসিসিআই জানিয়েছে, মহিলা আইপিএলের ৫টি দল বিক্রির মোট মূল্য ছিল ৪৬৬৯.৯৯ কোটি টাকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোটি কোটি টাকার খেলা, মেয়েদের আইপিএলে কলকাতার কোনও জায়গা হল না
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement