কানপুরে ঘর পেলেন না শাহরুখ !
Last Updated:
কেন ? কি এমন চেয়েছিলেন, যে শত চেষ্টা করেও পেলেন না ? সেটা হল হোটেলের কয়েকটা রুম ৷ ফ্রি-তে বুকিং করবেন, এমনটাও কিন্তু কখনও বলেননি শাহরুখ খান ৷ কিন্তু শেষপর্যন্ত ভাগ্যে হোটেলের কোনও ঘরেরই জুটল না তাঁর ৷ কারণ পাঁচতারা হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, তাঁর পক্ষে শাহরুখকে হোটেলের ঘর দেওয়া সম্ভব নয় ৷ কারণ ইতিমধ্যেই সব ঘর বুকড ৷
#কানপুর: তিনি নাইট রাইডার্স মালিক ৷ তিনি বলিউডের বাদশা ৷ তিনি কিং খান ৷ কিন্তু তাই বলেই কি যা চাইবেন, তাই পাবেন ? উত্তরটা হল- না !
কেন ? কি এমন চেয়েছিলেন, যে শত চেষ্টা করেও পেলেন না ? সেটা হল হোটেলের কয়েকটা রুম ৷ ফ্রি-তে বুকিং করবেন, এমনটাও কিন্তু কখনও বলেননি শাহরুখ খান ৷ কিন্তু শেষপর্যন্ত ভাগ্যে হোটেলের কোনও ঘরেরই জুটল না তাঁর ৷ কারণ পাঁচতারা হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, তাঁর পক্ষে শাহরুখকে হোটেলের ঘর দেওয়া সম্ভব নয় ৷ কারণ ইতিমধ্যেই সব ঘর বুকড ৷
advertisement
১৯ মে, বৃহস্পতিবার গ্রিনপার্কে কলকাতা নাইট রাইডার্সের সামনে গুজরাত লায়ন্স। আর সেই খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির থাকার ইচ্ছা ছিল বলিউড সুপারস্টারের। সেই জন্যই কানপুরের হোটেল ল্যান্ডমার্ক বুক করতে চেয়েছিলেন। কথায় আছে, মানুষ যা চায়, তা সব সময় হয় না। শাহরুখও পাননি। তিনি সদলবলে কানপুরে যেতে চেয়েছিলেন। হোটেল ল্যান্ডমার্কের আটটি ঘর চেয়েছিলেন তিনি। কিন্তু হোটেল কর্তৃপক্ষের এসআরকে-কে না বলা ছাড়া আর কোনও উপায় ছিল না ৷ কারণ ‘অল রুমস আর বুকড’ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2016 4:51 PM IST