কল্যাণীর উইকেটে ঘাস ওড়ালেন নিরপেক্ষ কিউরেটর ! ক্ষুব্ধ বঙ্গ শিবির, বিরক্ত সৌরভ
Last Updated:
#কলকাতা: কল্যাণী ? না কি নিজেদের পাড়ায় অ্যাওয়ে ম্যাচ ? রঞ্জিতে নয়া ফরমানে ক্ষোভ বাংলায়। বোর্ডের নেকনজরে নেই কল্যাণী। উড়ে এসে জুড়ে বসেছেন নিরপেক্ষ কিউরেটর ঝাড়খণ্ডের ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার শ্যাম বাহাদুর সিং। । এসেই ফতোয়া।
রাতারাতি ঘাস উধাও কল্যাণীতে। আর ঘাস নেই মানে অর্ধেক হয়ে যাওয়া বাংলার পেস-অ্যাটাক। তার ওপর শামি নেই। তাই বেজায় চটেছেন মনোজরা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ, যে সুজন মুখোপাধ্যায়েরও নো এন্ট্রি ২২ গজে। অগত্যা সৌরভের চিঠি বোর্ডকে। পাল্টা চিঠি ঝাড়খণ্ডের কিউরেটরের। জবাবে ফের পত্রাঘাত বিরক্ত মহারাজের।
বুধবার দিনভর চিঠিচাপাঠির মাঝে জেরবার বাংলা। বদলে যাওয়া গেমপ্ল্যানে স্পিনার কে ? ভাবনা বঙ্গ শিবিরে। ওদিকে MRI-এর পর বিদর্ভে অনিশ্চিত করণ শর্মা। ভরসা পোড়খাওয়া যোদ্ধা জাফর। ম্যাচে চমক, দু’দেশের বোর্ডের এক্সচেঞ্জ পলিসিতে এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংরেজ আম্পায়ার মার্টিন জন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2017 8:06 AM IST