Paris Paralympics 2024: প্যারালিম্পিকে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স, ভারতীয় অ্যাথলিটদের 'স্যালুট' জানালেন নীতা আম্বানি

Last Updated:

Paris Paralympics 2024: ২০২৪ প্যারালিম্পিক গেমস নতুন ইতিহাস রচনা করেছে ভারতীয় অ্যাথলিট। মোট ২৯টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ঝুলিতে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ।

মুম্বই: ২০২৪ প্যারালিম্পিক গেমস নতুন ইতিহাস রচনা করেছে ভারতীয় অ্যাথলিট। মোট ২৯টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ঝুলিতে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। টোকিওর ১৯টি পদকের রেকর্ড প্যারিসে ভেঙে গিয়েছে। ভারতীয় অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।
প্যারিস প্যারালিম্পিক্সের অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি বলেছেন,”প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের শেষ লগ্নে এসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে আমি অত্যন্ত গর্বিত। ৭টি সোনা, মোট ২৯টি পদক সহ আমরা সর্বকালের সেরা র‍্য়াঙ্ক করেছি। আপনারা শুধু রেকর্ড ভাঙেননি, আপনাদের সাহস, প্রতিভা এবং কৃতিত্বের কারণে ভারত বিশ্বের দরবারে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।”
এছাড়াও নীতা আম্বানি যোগ করেছেন,”আপনারা দেশকে অনেক খুশি দিয়েছেন। একইসঙ্গে লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছেন। আপনাদের প্রতিটি সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলিতে আপনাদের আরও সাফল্য কামনা। এইভাবেই দেশকে গর্বিত করতে থাকুন। জয় হিন্দ।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৮তম স্থানে এবার প্যারিস প্যারালিম্পিক গেমসে শেষ করেছে ভারতীয় দল। প্যারিস প্যারালিম্পিক শুরুর আগে ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া বলেছিলেন তিনি আত্মবিশ্বাসী যে ভারত কমপক্ষে ২৫টি পদক জিতবে। সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ায় খুশি সকলেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Paralympics 2024: প্যারালিম্পিকে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স, ভারতীয় অ্যাথলিটদের 'স্যালুট' জানালেন নীতা আম্বানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement