Nita Ambani: বুমরাহদের মতোই মেয়েদের টিম থেকে প্রতিভা তুলে আনা টার্গেট! জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি

Last Updated:

Nita Ambani: ডব্লিউপিএল বা মেয়েদের প্রিমিয়ার লিগ ২০২৫ মরশুমের জন্য তৈরি হওয়া মুম্বই ইন্ডিয়ান্স টিম নিয়ে মুখ খুলেছেন নীতা আম্বানি, কী কী বলেছেন তিনি জানুন বিস্তারিত...

বুমরাদের মতোই মেয়েদের টিম থেকে প্রতিভা তুলে আনা টার্গেট! জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি
বুমরাদের মতোই মেয়েদের টিম থেকে প্রতিভা তুলে আনা টার্গেট! জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মিসেস নীতা এম. আম্বানি, ডব্লিউপিএল বা মেয়েদের প্রিমিয়ার লিগ ২০২৫ মরশুমের জন্য তাদের দল নিয়ে মুখ খুলেছেন। তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, পাশাপাশি তরুণ প্রতিভাদের সমস্ত রকমভাবে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন।
রবিবার বেঙ্গালুরুতে নিলামের পর নীতা আম্বানি বলেন, আজ আমরা যে দল তৈরি করেছি, তাতে আমরা সবাই খুব খুশি এবং সন্তুষ্ট। নিলাম সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং আবেগপ্রবণ হয়। আমি আজকের নিলামে অংশগ্রহণকারী সব মেয়ের প্রতি গর্বিত এবং যারা এখন মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হয়েছে, সেই জি কামালিনী, নাদিন ডি ক্লার্ক, সংস্কৃতি গুপ্তা এবং অক্সিতা মহেশ্বরীকেও অভিনন্দন জানাই।
তিনি নতুন চার খেলোয়াড়কে উষ্ণ বার্তা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা আপনাদের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হিসেবে উষ্ণ অভ্যর্থনা জানাই। মুম্বই ইন্ডিয়ান্স সবসময় তরুণ প্রতিভা খুঁজে বের করে, তাদের ঠিক মতো গাইডের পাশাপাশি বিকাশেও সাহায্য করে। আমরা এটি আমাদের পুরুষদের দলের সঙ্গে করেছি।” তিনি এরপর আরও বলেন, “বুমরাহ, হার্দিক এবং এখন তিলককে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখে আমাদের গর্ব হয়। আমরা আমাদের মেয়েদের জন্যও একই চেষ্টা করছি। গত বছর, আমরা নিলামে সাজানাকে নিয়েছিলাম। এখন তাকে ভারতীয় দলে খেলতে দেখে অসাধারণ লাগছে।”
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স এবারও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার জি কামালিনীকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। তামিলনাড়ুর ১৬ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার এদিনই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক করেছেন। নীতা আম্বানি বলছিলেন, “এই বছর আমরা ১৬ বছর বয়সী কামালিনীকে নিয়ে খুবই উৎসাহিত। আমাদের স্কাউটরা তাকে কিছু সময় ধরে নজর রাখছিল এবং সে অত্যন্ত প্রতিশ্রুতিশীল নতুন প্রতিভা। তাকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তাই, আজকের নিলাম আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক।”
advertisement
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স ডব্লিউপিএলের প্রথম চ্যাম্পিয়ন। এবার তারা ১৮ সদস্যের স্কোয়াড সম্পূর্ণ করার জন্য দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক, মধ্যপ্রদেশের অলরাউন্ডার সংস্কৃতি গুপ্তা এবং রাজস্থানের পেসার অক্সিতা মহেশ্বরীর পাশাপাশি কামালিনীকেও এবার দলে টেনেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Nita Ambani: বুমরাহদের মতোই মেয়েদের টিম থেকে প্রতিভা তুলে আনা টার্গেট! জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement