প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইওসিতে নীতা আম্বানি
Last Updated:
প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থায় পা রাখলেন নীতা আম্বানি।
#নয়াদিল্লি: প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থায় পা রাখলেন নীতা আম্বানি। বৃহস্পতিবার গঠিত হল আইওসি-র নতুন কমিটি। এই প্রথম কমিটিতে নিরপেক্ষ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রিল্যায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।
New tenure, new field for #NitaAmbani ! Proud moment for India as she is elected to the #IOC. All the very best!
— sachin tendulkar (@sachin_rt) August 4, 2016
advertisement
জাতীয় অলিম্পিক সংস্থায় সদস্য না হওয়া সত্ত্বেও নীতার সরাসরি আইওসি-তে নির্বাচিত হওয়া সেদিক থেকে আলাদা তাৎপর্যের। দেশে খেলাধুলোর প্রসারে তাঁর অগ্রনী ভূমিকার জন্যই বিরল এই সম্মান পেলেন একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালকিন।
advertisement
এই বিরল সম্মান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নীতা ৷ তিনি বলেন, ‘‘ আইওসির দ্বারা নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ৷ বিশ্বের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা এবং ভারতীয় মহিলাদের জন্য প্রতিনিধিত্ব করতে পেরে আমি দারুণ খুশি ৷ তরুণ সমাজের উন্নতির জন্য আমি সবসময় খেলাধূলাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করি ৷ আমি মনে করি খেলাধূলা সব ধরণের সম্প্রদায়, সংস্কৃতি এবং প্রজন্মকে এক সূত্রে বাঁধতে সাহায্য করে ৷ অলিম্পিক এবং ক্রীড়াক্ষেত্রের স্পিরিটটা গোটা দেশে ছড়িয়ে দেওয়ার কাজটাই করে যেতে চাই আমি ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2016 9:20 PM IST