IOC- Nita Ambani: দারুণ কাজ করছেন নীতা; সাংবাদিকদের জানালেন বাখ
- Published by:Uddalak B
- trending desk
Last Updated:
IOC- Nita Ambani: বাখ বলেন, নীতা আম্বানি এবং তাঁর দল দারুন কাজ করেছে। আমরা ১৪১তম আইওসি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষা করছি। এতেই প্রমাণ হয়ে যাবে, ভারতে অলিম্পিকের চেতনা বাড়ছে৷
মুম্বই: নীতা আম্বানির প্রশংসায় পঞ্চমুখ থমাস বাখ। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র অধিবেশন। তার আগে সভাপতি থমাস বাখ শুক্রবার মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি অলিম্পিককে উৎসাহিত করার জন্য আইওসি সদস্য নীতা আম্বানি এবং তাঁর দলের ‘অসাধারণ কাজ’-এর প্রশংসা করেন।
বাখ বলেন, ‘নীতা আম্বানি এবং তাঁর দল দারুন কাজ করেছে। আমরা ১৪১তম আইওসি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষা করছি। এতেই প্রমাণ হয়ে যাবে, ভারতে অলিম্পিকের চেতনা বাড়ছে৷ আমি যখন নীতা আম্বানির সঙ্গে রিলায়েন্স ফাউন্ডেশনে গিয়েছিলাম তখন সেখানেই এই মনোভাবটি অনুভব করেছি। সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরাও খেলাধুলোর সুযোগ পাচ্ছে, এটা খুবই ভাল বিষয়।’
advertisement
মুম্বইয়ের অত্যাধুনিক জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার আইওসি-র ১৪১তম অধিবেশন চলবে ১৫ থেকে ১৭ অক্টোবর ২০২৩। এর আগে নয়াদিল্লিতে ১৯৮৩ সালে আইওসি ৮৬তম অধিবেশনের আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন – IOC: ‘রাশিয়ার আইওসি সদস্যদের সঙ্গে সে দেশের সেনার কোনও যোগ নেই, ইউক্রেনের উপর হামলাকেও তাঁরা সমর্থন করেন না…’ দাবি আইওসির
বাখ আরও বলেছেন, ‘আমরা এশিয়ান গেমসে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখেছি। অলিম্পিক গেমসেও তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।’
advertisement
এ দিনের সাংবাদিক সম্মেলন থেকেই বাখ পাইলট হাব প্রতিষ্ঠার ঘোষণা করেন। এটি একটি ইন্টারন্যাশনাল সেফ স্পোর্ট টাস্ক ফোর্সের তত্ত্বাবধান কাজ করবে।
তিনি বলেন, ‘এই হাব ক্রীড়াবিদদের স্বাধীন দিকনির্দেশনা, মনোসামাজিক ও আইনি সহায়তা দেবে। সেই সঙ্গে তাঁদের নিজস্ব সংস্কৃতি এবং স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী পরিষেবা দেবে।’ জানা গিয়েছে, আইওসি একজিকিউটিভ বোর্ড দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে দু’টি প্রধান আঞ্চলিক সুরক্ষা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। এই দু’টি ইউরোপীয় সুরক্ষা কেন্দ্রের প্রাথমিক কাজকে সমর্থন করবে।
advertisement
গত বৃহস্পতিবার, বাখ নভি মুম্বইতে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রিলায়েন্স এবং তার দলের কাজে মুগ্ধ। সারা ভারত থেকে বাচ্চারা এখানে আসছে। বেশিরভাগই সুবিধাবঞ্চিত পরিবার সন্তান। তাদের পড়াশোনা এবং ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এটা খুবই ভাল বিষয়।’
বাখ উল্লেখ করেন, রিলায়েন্স ফাউন্ডেশন এবং তার চেয়ারপার্সন ও আইওসি সদস্য নীতা আম্বানির দৃষ্টিভঙ্গি অলিম্পিক মূল্যবোধের একটি সঠিক প্রতিফলন। এতে ভারতে খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়বে বলে তিনি মনে করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 12:49 PM IST