নেইমারের ‘পার্টি’ প্রস্তাবে না দুই যমজ বোনের
Last Updated:
দুই যমজ মডেল বোনকে অনেকদিন ধরেই ইনস্টাগ্রামে ফলো করতেন নেইমার ৷ তাঁদের সঙ্গে একটু ‘পার্টি’ করবেন, এটাই ছিল তাঁর ইচ্ছা ৷ সেইমতো আচমকা ওই দুই তরুণীকে প্রস্তাবও দিয়ে বসেন নেইমার ৷ কিন্তু নেইমারের সঙ্গে নাইট-আউটে যেতে সটান ‘না’ বলে দেন তাঁরা ৷
#ব্রাসিলিয়া : তিনি নেইমার দ্য সিলভা ৷ শুধু ব্রাজিলই নয়, সারা বিশ্বের কাছেই একটা বড় নাম ৷ কিন্তু মহাতারকা হলেই যে জীবনে সবকিছু সহজে পাওয়া যায়, এমন ভাবলে ভুল করবেন ৷ নেইমারের সঙ্গে সদ্য ঘটা একটা ছোট্ট ঘটনাই তার প্রমাণ ৷ দুই যমজ মডেল বোনকে অনেকদিন ধরেই ইনস্টাগ্রামে ফলো করতেন নেইমার ৷ তাঁদের সঙ্গে একটু ‘পার্টি’ করবেন, এটাই ছিল তাঁর ইচ্ছা ৷ সেইমতো আচমকা ওই দুই তরুণীকে প্রস্তাবও দিয়ে বসেন নেইমার ৷ কিন্তু নেইমারের সঙ্গে নাইট-আউটে যেতে সটান ‘না’ বলে দেন তাঁরা ৷ নেইমারের অনুরোধে একটুও কান দেননি গ্যাব্রিয়েলি এবং ভালেস্কা ৷ বলা বাহুল্য, তিনি যে প্রত্যাখ্যাত হবেন, তা কল্পনাও করেননি নেইমার ! কিন্তু এই ছোট্ট ঘটনার থেকেই হয়তো কিছু শিখতে পেরেছেন ব্রাজিলীয় মহাতারকা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2016 10:43 AM IST