New Zealand vs Afghanistan: ১২৪ রান করল আফগানিস্তান, ভারতের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচবে?

Last Updated:

New Zealand vs Afghanistan: এবার রশিদ খান ও মুজিবের হাতে বড় দায়িত্ব। ভারতের সেমিফাইনালের খেলার স্বপ্ন ঝুলে রয়েছে তাঁদের হাতেই।

#আবুধাবি: টি-২০ ক্রিকেটে এখন রানের জোয়ার আসে। ১৭০, ১৮০, ২০০ রান করেও প্রথমে ব্যাটিং করা দল নিশ্চিন্তে থাকতে পারে না। কারণ আধুনিক ক্রিকেটে বড় স্কোর যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাপার আলাদা। আইপিএলের সময় থেকেই দেখা যাচ্ছে, দুবাই, আবুধাবি, শারজাহর উইকেট স্লো। এমন উইকেটে স্পিনারদের দাপাদাপি চলছে। ব্যাটাররা বড় শট খেলতে সমস্যায় পড়ছেন। টি-২০ বিশ্বকাপেও দেখা যাচ্ছে, বড় স্কোর হচ্ছে খুব কম।
আরও পড়ুন- নিউ জিল্যান্ড জিতলে ভারতের 'খেল খতম', আফগানরা আজ জিতলেও লাভ নেই
আজ ভারতীয় সমর্থকদের নজর রয়েছে নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে। এই ম্য়াচে আফগানরা জিতলেই একমাত্র ভারতীয় দলের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচবে। আর এমন ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১২৪ রান করলে আফগানিস্তান। এত কম রানের পুঁজি নিয়ে কি নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে পারবে আফগানরা! ভারতের সেমিফাইনালে খেলার আশা বাঁচবে!
advertisement
শুরুতেই কিউয়ি পেসারদের খেলতে মুশকিলে পড়ে আফগান ব্য়াটাররা। প্রথমেই কম রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। এর পর পাঁচ নম্বরে নাজিবুল্লাহ জাদরান নেমে দলের হাল ধরেন। তিনি এদিন ৪৮ বলে ৭৩ রানের ইনিংস না খেললে অনেক কম রানে শেষ হতে পারত আফগানিস্তানের ইনিংস। কিউয়ি বোলারদের চোখে চোখ রেখে খেললেন জাদরান। এখন রশিদ খান, মুজিব উর রহমানদের কাঁধে বড় দায়িত্ব। কারণ শক্তিশালী নিউ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৪ রানের পুঁজি নিয়ে লড়াই করা বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে রশিদদের শুরুতেই উইকেট তুলে চাপে ফেলতে হবে কেন উইলিয়ামসনের দলকে।
advertisement
advertisement
মার্টিন গাপ্তিল ভাল ফর্মে রয়েছেন। নিউ জিল্যান্ডের ব্য়াটিং লাইনে দ্রুত ধস নামাতে না পারলে এই ম্যাচ জেতা মুশকিল হয়ে যাবে আফগানিস্তানের জন্য। আর আজ আফগানিস্তানের হার মানে ভারতেরও সব আশা শেষ। আজ নিউ জিল্যান্ড জিতে গেলে এবারের মতো টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হবে ভারতীয় দলকে।
বাংলা খবর/ খবর/খেলা/
New Zealand vs Afghanistan: ১২৪ রান করল আফগানিস্তান, ভারতের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement