নটরাজন, ওয়াশিংটন এবং শার্দুলকে নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল

Last Updated:

ওয়াশিংটন দুর্দান্ত দুটি ডেলিভারিতে ছিটকে দিলেন গ্রিন এবং লিওনের উইকেট। ওয়াশিংটনের সবচেয়ে বড় সুবিধা উচ্চতা ভাল। পাশাপাশি দুসরা এবং ড্রিফটার বুদ্ধি করে ব্যবহার করেন তিনি।

#ব্রিসবেন: অতীতে বিদেশ সফরে এসে চোটের কবলে ক্রিকেটারদের পড়া নতুন ঘটনা নয়।কিন্তু এবারের অস্ট্রেলিয়া সফরের মত ঘটনা বিরল।শামি,উমেশ,জাদেজা,রাহুল,অশ্বিন বুমরাহ, সাইনি চোটের কারণে মাঠের বাইরে। বাধ্য হয়ে সাদা বলের স্পেশালিস্ট ওয়াশিংটন সুন্দর, শার্দুল এবং নটরাজনকে দলে নিতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। এর আগে পর্যন্ত শার্দুল দেশের জার্সি গায়ে একটি টেস্ট খেলেছিলেন। আর ব্রিসবেনে টেস্ট অভিষেক ঘটল নটরাজন এবং ওয়াশিংটনের। মজার ঘটনা এই তিন তরুণ ক্রিকেটার নিজেদের প্রথম ইনিংসে প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নিলেন। প্রথম দিন দুটি উইকেট পেয়েছিলেন নটরাজন। এদিন পেলেন আরও একটি। পাশাপাশি ওয়াশিংটন দুর্দান্ত দুটি ডেলিভারিতে ছিটকে দিলেন গ্রিন এবং লিওনের উইকেট। ওয়াশিংটনের সবচেয়ে বড় সুবিধা উচ্চতা ভাল। পাশাপাশি দুসরা এবং ড্রিফটার বুদ্ধি করে ব্যবহার করেন তিনি।
অস্ট্রেলিয়ান অধিনায়ক পেনকে দুর্দান্ত একটি ডেলিভারিতে ফিরিয়ে দিলেন শার্দুল। তিনিও দেখালেন নতুন বলে সুইং করাতে দক্ষ তিনি। এই টেস্ট ভারত জিতুক, হারুক বা ড্র করুক, এই তিন তরুণ ক্রিকেটার কিন্তু বল হাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। অজয় জাদেজা, সঞ্জয় মঞ্জারেকর, আকাশ চোপড়ার মত প্রাক্তন ক্রিকেটাররা মনে করেন চাপের মুখে ঘাবড়ে না গিয়ে এই তরুণ ক্রিকেটাররা যে মানসিক কাঠিন্য দেখিয়েছেন তা তারিফযোগ্য। একের পর এক সিনিয়র ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেও প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছেন এই তিনজন। অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে যা সহজ কাজ নয়। ওয়াশিংটন ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বেশ কিছু ভাল ইনিংস খেলেছেন।
advertisement
শার্দুল ব্যাট করতে পারেন।জাহির খান এবং ইরফান পাঠানের পর বাঁহাতি পেসার দরকার ছিল ভারতীয় দলে। বারিন্দের স্রান এবং খলিল আহমেদ সুযোগ পেলেও সেরকম কিছু করতে পারেননি। নটরাজন এই অভাব পূর্ণ করতে পারেন কিনা সেটাই দেখার।তবে এই তিন ক্রিকেটার যথেষ্ট ঠান্ডা মাথার। সাফল্যে উচ্ছ্বসিত যেমন হতে দেখা যায় না, তেমনই ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন না। দেশের হয়ে এঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিনা উত্তর দেবে সময়।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
নটরাজন, ওয়াশিংটন এবং শার্দুলকে নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement