হোম /খবর /খেলা /
ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটারদের পাকিস্তানের মতো ব্যান করা হতে পারে আইপিএলে!

IPL 2023: এবার পাকিস্তানের মতো অবস্থা হতে পারে বাংলাদেশ বোর্ডের! কড়া সিদ্ধান্তের ভাবনায় বিসিসিআই

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আইপিএলে খেলা নিয়ে উন্মাদনা থাকে অনেক

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আইপিএলে খেলা নিয়ে উন্মাদনা থাকে অনেক

  • Share this:

মুম্বই: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভাল। আগামী দিনেও সেটা রাখতে চায় বিসিসিআই। কিন্তু আইপিএলে প্রতিবার বাংলাদেশ বোর্ডের ক্রিকেটার না ছাড়ার মনোভাবে বেশ অসন্তুষ্ট ভারতীয় বোর্ড। এই নিয়ে পরপর কয়েক বছর ইচ্ছে করে আইপিএলের শুরু থেকে ক্রিকেটারদের খেলতে দেয় না বিসিবি। নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছেন আগে বাংলাদেশ পরে আইপিএল।

যেহেতু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের তাই প্রথম থেকে সাকিব, লিটনকে পাবে না কেকেআর। তেমনই মুস্তাফিজুর শুরু থেকে খেলতে পারবেন না। আগেরবার মার্ক উড ছিটকে যাওয়ার পর তাসকিন আহমেদকে প্রস্তাব দিয়েছিল লখনউ সুপার জায়ান্ট। কিন্তু তিনি খেলতে পারেনি দেশের খেলা থাকায়।

আরও পড়ুন - CSK: অপমানে চেন্নাই হোটেল ছেড়েছিলেন জাদেজা! কঠিন পরিস্থিতি সামলে দেন সেই ধোনি

এবারও শোনা যাচ্ছে কেকেআর তাসকিনকে প্রথম থেকে পেতে চেয়ে চিঠি লিখেছিল বাংলাদেশ বোর্ডকে। কিন্তু তিনিও প্রথম থেকে থাকতে পারবেন না দেশের হয়ে খেলার কারণে। এক বিসিসিআই সূত্রের খবর ভারতীয় বোর্ড পরেরবার থেকে নিলাম করার সময় বাংলাদেশ ক্রিকেটারদের অলিখিত বয়কট করতে পারে।

ফ্রাঞ্চাইজি মালিকরা প্রশ্ন করছেন বাংলাদেশ বোর্ড যখন প্রথম থেকে ক্রিকেটার ছাড়বে না, তখন তারা আইপিএলে নাম রেজিস্ট্রি করে কেন? এটা আইপিএলকে অপমান করা। এমনিতে ভারতীয় বোর্ডের সাহায্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের। চিরকাল বিসিবির পাশেই থেকেছে বিসিসিআই।

অন্তত আইপিএলের সময় বাংলাদেশ বোর্ড ভারতকে সবদিক থেকে সাহায্য করবে এই প্রত্যাশা রাখা হয়। শোনা যাচ্ছে যেমন প্রথম বছরের পর পাকিস্তান ক্রিকেটারদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তেমনই করা হতে পারে বাংলাদেশের সঙ্গে। শুধু সরকারি ঘোষণা না করে যা করার ভেতর ভেতর করা হবে।

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আইপিএলে খেলা নিয়ে উন্মাদনা থাকে অনেক। তাদের দেশের প্রতিনিয়ত ক্রিকেট উন্নতি করেছে সেটাও সত্যি। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো কুলীন ক্রিকেট শক্তিরা বিসিসিআইকে সন্তুষ্ট করে চলে, সেখানে বাংলাদেশ বোর্ডের প্রতিবার এমন ব্যবহার নিয়ে অসন্তুষ্ট বিসিসিআই।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: BCB, BCCI, IPL 2023