ভারতের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পেলেন নিশাম

Last Updated:

ভারত সফর আসন্ন ৷ তাই প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ৷

#কলকাতা: ভারত সফর আসন্ন ৷ তাই প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ৷ উপমহাদেশের মাটিতে খেলা মানে দলে যথেষ্ট পরিমাণ স্পিনার দরকার ৷ কিন্তু এরই সঙ্গে ভাল অলরাউন্ডারেরও প্রয়োজন বলেই মনে করছে নিউজিল্যান্ড শিবির ৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন পেসার অলরাউন্ডার জিমি নিশাম।
শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর নভেম্বরে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের পরই পিঠের ব্যথার জন্য আর খেলেননি নিশাম ৷ আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও অবশ্য ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি ৷ খেলেছেন কাউন্টি ক্রিকেটও ৷ তাই ভারত সফরেই নিশামকে আবার দলে ফিরিয়ে এনেছেন কিউই নির্বাচকরা ৷
নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লার্সেন বলেছেন, ভারত সফরের জন্য নিশামের মতো অলরাউন্ডার দরকার। ‘‘টেস্ট ক্রিকেটে ফেরার জন্য নিজের ফিটনেস নিয়ে প্রচুর খেটেছে জিমি। ডাগ ব্রেসওয়েল আর জিমির মধ্যে দু’জন পেসার-অলরাউন্ডার পেয়ে যাচ্ছি। যাতে দলের ভারসাম্য ভাল হবে। বিশেষ করে সে সব পিচে যেখানে দলে বেশি স্পিনার রাখতে হবে,’’ বলেছেন লার্সেন। দেশের হয়ে ন’টা টেস্ট খেলা নিশামের ব্যাটিং গড় ৩৮.২। বিস্ফোরক ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন অবশ্য পিঠে চোটের জন্য ভারতে আসতে পারবেন না।
advertisement
advertisement
ভারত সফরে অধিনায়ক কেন উইলিয়ামসনই। পেসারদের তালিকায় রয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং নিল ওয়াগনার।
ভারত সফরের জন্য নিউজিল্যান্ড দল হল এইরকম: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপ্তিল, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, লিউক রঙ্কি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়্যাগনার, বিজে ওয়াটলিং।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পেলেন নিশাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement