Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷
কলকাতা: মাত্র পাঁচ মাসেই ৩৩ কেজি ওজন ঝরিয়ে ফেললেন নভজ্যোৎ সিং সিধু৷ সমাজমাধ্যমে নিজের চেহারার ৫ মাস আগের এবং এখনকার ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং কংগ্রেস নেতা৷
একই সঙ্গে সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷
advertisement
নিজের দুটি ছবি দিয়ে সিধু লিখেছেন. আগে এবং পরে…গত বছরের অগাস্ট মাস থেকে পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমিয়েছি৷ ইচ্ছেশক্তি, শৃঙ্খলা, নির্দিষ্ট পদ্ধতি এবং কঠোর ডায়েট মেনে চলে এবং তার সঙ্গে প্রাণায়ম, ব্যায়াম এবং হাঁটাহাঁটি করেই এটা সম্ভব হয়েছে৷
advertisement
Before and after … have lost 33 kilograms in less than 5 months since August last year … it was all about willpower, discipline, process and a strict diet facilitated by pranayama ( breath control ) weight training and walking ….. impossible is nothing people … ‘ pehla sukh… pic.twitter.com/nCNYN57kLW
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 29, 2025
advertisement
সিধুর এই ভোলবদলে খুশি তাঁর ভক্তরাও৷ যেভাবে নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের চেহারা বদলে ফেলেছেন, তার প্রশংসা করেছেন বহু মানুষ৷ একজন লিখেছেন, কোনও কিছুই অসম্ভব নয়৷ সিধুর এই ভোলবদল অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷
একজন আবার মজা করে সিধুকে দ্রুত কমেন্ট্রি বক্সে ফেরার অনুরোধ করেছেন৷ সমাজমাধ্যমে নিজের করা পোস্টে সিধু লিখেছেন, নিরোগ শরীরই মানুষের প্রথম সুখ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 6:35 PM IST