Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু

Last Updated:

সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷

পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
কলকাতা: মাত্র পাঁচ মাসেই ৩৩ কেজি ওজন ঝরিয়ে ফেললেন নভজ্যোৎ সিং সিধু৷ সমাজমাধ্যমে নিজের চেহারার ৫ মাস আগের এবং এখনকার ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং কংগ্রেস নেতা৷
একই সঙ্গে সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷
advertisement
নিজের দুটি ছবি দিয়ে সিধু লিখেছেন. আগে এবং পরে…গত বছরের অগাস্ট মাস থেকে পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমিয়েছি৷ ইচ্ছেশক্তি, শৃঙ্খলা, নির্দিষ্ট পদ্ধতি এবং কঠোর ডায়েট মেনে চলে এবং তার সঙ্গে প্রাণায়ম, ব্যায়াম এবং হাঁটাহাঁটি করেই এটা সম্ভব হয়েছে৷
advertisement
advertisement
সিধুর এই ভোলবদলে খুশি তাঁর ভক্তরাও৷ যেভাবে নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের চেহারা বদলে ফেলেছেন, তার প্রশংসা করেছেন বহু মানুষ৷ একজন লিখেছেন, কোনও কিছুই অসম্ভব নয়৷ সিধুর এই ভোলবদল অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷
একজন আবার মজা করে সিধুকে দ্রুত কমেন্ট্রি বক্সে ফেরার অনুরোধ করেছেন৷ সমাজমাধ্যমে নিজের করা পোস্টে সিধু লিখেছেন, নিরোগ শরীরই মানুষের প্রথম সুখ!
বাংলা খবর/ খবর/খেলা/
Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement