Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু

Last Updated:

সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷

পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
কলকাতা: মাত্র পাঁচ মাসেই ৩৩ কেজি ওজন ঝরিয়ে ফেললেন নভজ্যোৎ সিং সিধু৷ সমাজমাধ্যমে নিজের চেহারার ৫ মাস আগের এবং এখনকার ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং কংগ্রেস নেতা৷
একই সঙ্গে সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷
advertisement
নিজের দুটি ছবি দিয়ে সিধু লিখেছেন. আগে এবং পরে…গত বছরের অগাস্ট মাস থেকে পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমিয়েছি৷ ইচ্ছেশক্তি, শৃঙ্খলা, নির্দিষ্ট পদ্ধতি এবং কঠোর ডায়েট মেনে চলে এবং তার সঙ্গে প্রাণায়ম, ব্যায়াম এবং হাঁটাহাঁটি করেই এটা সম্ভব হয়েছে৷
advertisement
advertisement
সিধুর এই ভোলবদলে খুশি তাঁর ভক্তরাও৷ যেভাবে নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের চেহারা বদলে ফেলেছেন, তার প্রশংসা করেছেন বহু মানুষ৷ একজন লিখেছেন, কোনও কিছুই অসম্ভব নয়৷ সিধুর এই ভোলবদল অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷
একজন আবার মজা করে সিধুকে দ্রুত কমেন্ট্রি বক্সে ফেরার অনুরোধ করেছেন৷ সমাজমাধ্যমে নিজের করা পোস্টে সিধু লিখেছেন, নিরোগ শরীরই মানুষের প্রথম সুখ!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement