'টিমওয়ার্ক': রবীন্দ্র জাদেজার জন্য কলার খোসা ছাড়িয়ে দিলেন নবদীপ সাইনি

Last Updated:

সিডনিতে ভারতীয় দলের 'টিমওয়ার্ক' দেখল ড্রেসিংরুমও৷ কলার খোসা ছাড়িয়ে দিলেন নবদীপ সাইনি, খেলেন রবীন্দ্র জাদেজা৷ আঙুলের চোটের জন্য জাদেজার পক্ষে এক হাতে কলার খোসা ছাড়িয়ে খাওয়াটা কার্যত কঠিন ছিল৷ কিন্ত সতীর্থ সাইনির জন্য সেই কাজটা আর করতে হল না জাড্ডুকে৷

#সিডনি: সিডনিতে ভারতীয় দলের 'টিমওয়ার্ক' দেখল ড্রেসিংরুমও৷ কলার খোসা ছাড়িয়ে দিলেন নবদীপ সাইনি, খেলেন রবীন্দ্র জাদেজা৷ আঙুলের চোটের জন্য জাদেজার পক্ষে এক হাতে কলার খোসা ছাড়িয়ে খাওয়াটা কার্যত কঠিন ছিল৷ কিন্ত সতীর্থ সাইনির জন্য সেই কাজটা আর করতে হল না জাড্ডুকে৷ তিনি প্যাড-আপ করে সাজঘরে বসে রইলেন, সাইনি কলারা খোসা ছাড়িয়ে দেশের এক নম্বর অলরাউন্ডারের মুখের সামনে তুলে ধরলেন৷
প্রথম ইনিংসে ব্যাট করার সময় অজি পেসার মিচেল স্টার্কের একটা আগুনে গতির বল জাদেজার গ্লাভসে এসে লেগেছিল। পরে স্ক্যান রিপোর্টে জানা যায় যে, জাদেজার বুড়ো আঙুলের হাড় সড়ে গিয়েছে ও চিড় ধরেছে। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না। এমনকী শেষ টেস্টেও খেলা হবে না তাঁর। কিন্তু চতুর্থ দিনের শেষে খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না অজিঙ্কা রাহানের টিম।
advertisement
advertisement
জাদেজা নিজেই জানান যে, এমন অবস্থায় তিনি ইনজেকশন নিয়ে হলেও খেলতে রাজি আছেন। দলের ডাক্তার এবং ফিজিওরা আলোচনা করে জানায় যে, জাদেজা যদি ইনজেকশন নিয়ে ব্যাট করতে নামেন, তাহলে তিনি ব্যাথা অনুভব করবেন না ঠিকই। কিন্তু সেক্ষেত্রে তাঁর সুস্থ হয়ে উঠতে অনেকটা বেশি সময় লাগবে। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। জাদেজা প্যাড আপ করে থাকলেও তাঁকে আর নামতে হয়নি৷ চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ খেলে যাওয়ার পর আর অশ্বিন ও হনুমা বিহারীর লড়াইয়ে ভারত টেস্ট ড্র করে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'টিমওয়ার্ক': রবীন্দ্র জাদেজার জন্য কলার খোসা ছাড়িয়ে দিলেন নবদীপ সাইনি
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement