কোটলা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত, দূষণ আরও বেড়েছে বলেই দাবি চান্দিমলদের

Last Updated:

সোমবার ম্যাচ রেফারির অনুমতি নিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা ইনহেলারও ব্যবহার করেন খেলার সময়ে।

#নয়াদিল্লি: ক্রিকেটাররা মাঠে ‘মাস্ক’ পড়ে খেলছেন ৷ এমন দৃশ্য রবিবারই দেখা গিয়েছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৷ ভারতীয় ক্রিকেটাররা মাস্ক পড়বেন না, সেব্যাপারে দৃঢ় থাকলেও শ্রীলঙ্কার ক্রিকেটাররা খেলা বন্ধের ব্যাপারে অনড় ছিলেন ৷ এর জন্য আম্পায়ারদের চান্দিমলরা বারবার অনুরোধ করা সত্ত্বেও অবশ্য খেলা চালিয়েই গিয়েছিলেন দুই আম্পায়ার ৷ কিন্তু এর জন্য ম্যাচ মাঝেমধ্যেই খেলা বন্ধ থেকেছে ওই দিন ৷ফলে অনেক সময় নষ্টও হয় ৷ শেষপর্যন্ত বাধ্য হয়েই ইনিংস ডিক্লেয়ার করে নিজেরা বল করতে নামতে বাধ্য হন কোহলিরা ৷
কিন্তু দূষণ সমস্যা শুধু রবিবারই ছিল না ৷ সোমবারও দেখা গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মাঠে ‘ইনহেলার’ ব্যবহার করতে ৷ ইনহেলার ব্যবহার করার অনুমতি আগে থেকেই আইসিসি থেকে নিয়ে রেখেছেন লঙ্কার ক্রিকেটাররা ৷ দিল্লির দূষণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেই দাবি চান্দিমলদের ৷ হঠাৎ করে দিল্লিতে বায়ু দূষণ বাড়ায় পরিবেশ বিজ্ঞানীরা দায় চাপাচ্ছেন দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড় ‘ওখি’কেই। গত দু’দিন ধরে দিল্লিতে মাথার কাছে নেমে এসেছে ধূসর কুয়াশা। এর প্রভাব পড়েছে কোটলার ম্যাচেও ৷
advertisement
ফিরোজ শাহ কোটলা দিল্লির যে অঞ্চলে তা অত্যন্ত ঘনবসতিপূর্ণ ৷ আইটিও মোড়ে সোমবার সকালে বাতাসে ভাসমান শ্বাসযোগ্য ক্ষুদ্র কণা (পিএম ২.৫)-র সর্ব্বোচ্চ পরিমাণ ছিল ১৮৩। বাতাসে এই কণার মাত্রা ১৫০–র উপরে উঠলেই তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানাচ্ছেন পরিবেশবিদেরা।এই সময় ম্যাচ আয়োজন করায় তাই ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালতও ৷ এসপ্তাহে রাজধানীতে বায়ুতে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করাই হচ্ছিল ৷ সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা কেন দিল্লি সরকার নেয়নি বলে প্রশ্ন তুলেছে আদালত ৷ দূষণ রুখতে সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে ৷
advertisement
advertisement
দিল্লিতে তীব্র দূষণের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মাস্ক পড়ে খেলতে দেখে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর মতে, সবাই মিলে এখনই কিছু একটা করা উচিৎ ৷ দেশের রাজধানী দিল্লির মতো জায়গায় এমন দৃশ্য মোটেই আশা করা যায় না ৷ দেশের বদনাম হচ্ছে এর জন্য ৷এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটা বাস্তব সমস্যা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোটলা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত, দূষণ আরও বেড়েছে বলেই দাবি চান্দিমলদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement