#নয়াদিল্লি: নরসিং নির্দোষ। নাডার এই ঘোষণায় কলঙ্কমুক্ত হল ভারতীয় কুস্তি। জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সির ক্লিনচিট পেয়ে রিও যাচ্ছেন নরসিং যাদব। আজ দিল্লিতে ষড়যন্ত্র তত্ত্বে সিলমোহর বসিয়ে নাডা জানিয়েছে, একজন খেলোয়াড়ের পক্ষে খেয়াল রাখা সম্ভব নয়, তাঁকে কী খেতে দেওয়া হচ্ছে।
এই ঘোষণায় স্বস্তি ভিওয়ানি থেকে রিওয়। গত কয়েকদিন ধরে যে টানাপোড়েন চলছিল, তাতে এদিন যবনিকা ফেলে দিল জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা। লড়াইটা ছিল সততা বনাম শৃঙ্খলার। পয়লা অগাস্ট এই দিনে নরসিংয়ের পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্র তত্ত্বেই সিলমোহর পড়ল। জানানো হল, ভারতীয় কুস্তিগির অন্তর্ঘাতের শিকার।
২৫ জুন এবং ৫ জুলাই ডোপ টেস্টে ফেল হওয়ার পরেই ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন নরসিং। দাবি করেছিলেন, তাঁর খাবারে মাদক মেশানো হয়েছে। এদিন নাডার রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন।
লস অ্যাঞ্জেলস থেকে যোগ্যতা অর্জন করেছিলেন। তারপর থেকেই বিতর্ক পিছু ধাওয়া করেছিল নরসিংয়ের। প্রশ্ন উঠেছিল সুশীলকে ছাপিয়ে কেন তাঁকে ৭৪ কেজি ফ্রি-স্টাইলে পাঠানো হচ্ছে। সব প্রশ্নের উত্তর মনে হয় এদিন পেয়ে গেলেন নরসিং যাদব। কলঙ্কমুক্ত হওয়ার পর অলিম্পিকে যাওয়ার পথ আরও প্রশস্ত হল হরিয়ানার নরসিং যাদবের। তবে তাঁর রিও যাওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Clean Chit, Indian Wrestling Federation, NADA, Narsingh Yadav, Olympics, Rio Olympics, Wrestler