'একজন সিঙ্গল মাদার তোমার জীবন গড়েছেন...'! রেনুকা ঠাকুরের মায়ের লড়াইকে কুর্নিশ মোদির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Women Cricket Team: হিমাচল প্রদেশের শিমলা জেলার পারসা গ্রামের মেয়ে রেনুকা সিং ঠাকুর ২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
হিমাচল প্রদেশের শিমলা জেলার পারসা গ্রামের মেয়ে রেনুকা সিং ঠাকুর ২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ বাসভবনে দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় রেনুকার অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রেনুকার সিঙ্গল মাদারের ত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধা জানান। মোদি বলেন, “একজন মা যখন একা হয়ে মেয়ের জন্য এত কিছু করেন, সেটি সত্যিই মহান এক কাজ।”
রেনুকার শৈশব ছিল সংগ্রামের প্রতীক। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর বাবা কেহার সিং ঠাকুরকে হারান, যিনি রাজ্যের সেচ ও জনস্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। এরপর তাঁর মা সুনিতা একাই মেয়েকে বড় করেন। সীমিত আয় এবং সামাজিক চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি মেয়ের স্বপ্ন পূরণের জন্য নিরন্তর লড়াই চালিয়ে যান। এই দৃঢ় মানসিকতার ফলেই রেনুকা আজ ভারতীয় ক্রিকেটে এক উজ্জ্বল নাম।
advertisement
রেনুকার ক্রিকেট জীবনের সূচনা হয় তাঁর মামার হাত ধরে। তিনি পেশায় একজন শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন এবং রেনুকার খেলাধুলার প্রতি আগ্রহ ও দক্ষতা প্রথম লক্ষ্য করেন। তাঁর উৎসাহে রেনুকা ভর্তি হন ধর্মশালার ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই শুরু হয় তাঁর কঠোর পরিশ্রম এবং সাফল্যের যাত্রা, যা তাঁকে ভারতের জাতীয় দলে পৌঁছে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘কীভাবে হনুমানজির ট্যাটু তোমাকে সাহায্য করেছে?’, প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন দীপ্তি শর্মা
আজ রেনুকা সিং ঠাকুর কেবল একজন সফল ক্রিকেটার নন, তিনি সংগ্রামী নারীদের এক প্রেরণার প্রতীক। তাঁর জীবনের গল্প দেখিয়ে দেয়, মায়ের ভালোবাসা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। বিশ্বকাপ জয় তাঁর জীবনের এক গৌরবময় অধ্যায়, যা ভবিষ্যতের প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা দেবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 4:56 PM IST

