Paris Olympics 2024: রুপো জেতার পর নীরজকে ফোন মোদির, কী বললেন পদকজয়ীকে?

Last Updated:

রুপো জিতলেও হতাশ করেননি নীরজ। বরং এত চোট আঘাত নিয়েও লড়ে যাওয়ার সাহসই অনুপ্রাণিত করেছে দেশবাসীকে। ঠিক একই কথা যেন প্রতিধ্বনিত হয়েছে প্রধানমন্ত্রী মোদির মুখেও।

রুপোতে থামলেন নীরজ
রুপোতে থামলেন নীরজ
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোঁজ নিলেন তাঁর চোটের ব্যাপারেও। গত টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর, এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয়বার কোনও পদক জিতলেন নীরজ। একটুর জন্য সোনা হাতছাড়া হলেও, রুপো পদক জয় করলেন এই ভারতীয় অ্যাথলিট।
বৃহস্পতিবার, জ্যাভলিনে সোনা জয়ের খুব কাছে এসেও পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে থেমে যান নীরজ। নাদিমের ৯০ মিটারের কিছু বেশি থ্রো পার করতে পারেননি তিনি। থ্রো করার সময় তাঁর পাঁচটি থ্রো বাতিলও করা হয়। চোট নিয়েও অসম লড়াইয়ে নেমেছিলেন নীরজ। তাই সর্বশক্তি দিয়ে থ্রো করলেও তাঁর সেরা থ্রো-এর দূরত্ব গিয়ে দাঁড়ায় ৮৯.৪৫ মিটার। কিন্তু, নাদিম পর পর দুই বার ৯০ মিটারের অতিকায় থ্রো-এর মাধ্যমে এক প্রকার সোনা নিশ্চিত করে নেন। তিনিই প্রথম পাকিস্তানি হিসাবে প্রথম সোনা অর্জন করেন।
advertisement
রুপো জিতলেও হতাশ করেননি নীরজ। বরং এত চোট আঘাত নিয়েও লড়ে যাওয়ার সাহসই অনুপ্রাণিত করেছে দেশবাসীকে। ঠিক একই কথা যেন প্রতিধ্বনিত হয়েছে প্রধানমন্ত্রী মোদির মুখেও। নীরজ দেশবাসীকে গর্বিত করেছেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে তিনি নীরজকে ফোনে বলেন, ” তুমি নিজের সেরাটাই দিয়েছ। এত চোট আঘাত নিয়েও তুমি সব বাধা উপেক্ষা করে এগিয়ে গিয়েছ। আমরা তোমাকে গর্বিত। তুমি গোটা দেশকে রুপো এনে দিয়েছ।”
advertisement
advertisement
নীরজকে প্রশংসায় ভরিয়ে দিয়ে মোদি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “নীরজ চোপড়া একজন অসামান্য ক্রীড়াবিদ। তিনি আবারও দেখিয়ে দিলেন, অলিম্পিক্সে সফলতা কাকে বলে। আমি তাঁকে অভিনন্দন জানাই এই অলিম্পিক্সে রুপো জেতার জন্য। পরবর্তীতেও তিনি অনেক স্বপ্ন অনেক মানুষকে উজ্জীবিত করবেন বলে আশা করা যায়।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: রুপো জেতার পর নীরজকে ফোন মোদির, কী বললেন পদকজয়ীকে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement