শুরুতেই অঘটন, বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল নামিবিয়া

Last Updated:

Namibia surprise Sri Lanka with 55 runs victory in first match of T20 World Cup. শুরুতেই অঘটন, বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল নামিবিয়া

লঙ্কা বধ করে চমক নামিবিয়ার
লঙ্কা বধ করে চমক নামিবিয়ার
#গিলং: পাকিস্তানকে হারিয়ে কয়েক মাস আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। ফেভারিট না হয়েও দুর্ধর্ষ ক্রিকেট খেলেছিলেন লঙ্কার ক্রিকেটাররা। একটা টিম হিসেবে উঠে এসেছিল লঙ্কান লায়নরা। তাই এমন একটা দল নামিবিয়াকে হারিয়ে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এতে আশ্চর্যের কী আছে? এমনটা মনে করাই স্বাভাবিক।
কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটকে কেন বলা হয় সেটা আবার প্রমাণ হলেও রবিবার। বিশ্বাস করতে পারেন নাও পারেন, কিন্তু সত্যিটা হল শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া। আফ্রিকা মহাদেশের এই অনামী ক্রিকেট দলটি এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে দেবে প্রথম ম্যাচেই কেউ ভাবতে পারেননি।
advertisement
advertisement
যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সেদিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
advertisement
নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় খেলা অভিজ্ঞ ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট। নামিবিয়ার মতো দেশের বিরুদ্ধে ১৬৪ রানের লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা ছিল না দাসুন শনাকাদের জন্য।
advertisement
কিন্তু সেই সহজ কাজটাই কঠিন করে ফেললেন কুসল মেন্ডিসরা। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দানুষ্কা গুণাতিলকা কোনও রান পাননি। ১১ বলে ১২ রান করে ফিরে যান ধনঞ্জয় ডী সিলভা। অধিনায়ক শনাকা ২৩ বলে ২৯ রান করেন। ৫৫ রানে হার শ্রীলঙ্কার।
১৬৪ রান তাড়া করতে নেমে ১০৮ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। তবে একটা দিনের এরকম পারফরম্যান্স দেখে শ্রীলঙ্কাকে যাচাই করা উচিত নয় জানিয়ে দিয়েছেন অধিনায়ক শানাকা। পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
শুরুতেই অঘটন, বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল নামিবিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement