শাহিনের চার উইকেট, শান্তর লড়াই সত্ত্বেও বাংলাদেশকে ১২৭ রানে আটকে রাখল পাকিস্তান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Najmul Shanto scores fifty as Pakistan restrics Bangladesh to low total in T20 World Cup. সাকিব, লিটনদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে লড়াই শান্তর! বাংলাদেশকে কম রানে আটকে দিল পাকিস্তান
#অ্যাডিলেড: রবিবার সকালটা টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হয়েছিল অঘটন দিয়ে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। এর ফলে ভারত যেমন সেমিফাইনালে পৌঁছে গেছিল, তেমনই বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে চলে এসেছিল বিশাল সুযোগ। সম্মুখ সমরের লড়াইয়ে যে দল জিতবে তারাই পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। অ্যাডিলেড ব্যাটসম্যানদের পক্ষে বরাবর ভাল। তাই বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করে বড় রান তুলে পাকিস্তানকে চাপে ফেলে দেওয়া। ওপেন করতে নেমে শাহিন আফ্রিদির বলে দুর্দান্ত ছয় মেরেছিলেন লিটন। কিন্তু কাট করতে গিয়ে পয়েন্টে আউট হলেন (১০)।
এরপর শান্ত এবং সৌম্য সরকার মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের ইনিংস। ১০ ওভার শেষে টাইগারদের রান ছিল ৭০/১। খেলা শুরু হতেই আউট সৌম্য। ব্যক্তিগত ২০ রান করে ফিরে গেলেন। চার নম্বরে এলেন সাকিব। প্রথম বলেই এল বি ডব্লিউ বাংলাদেশ অধিনায়ক। খাতা না খুলেই ফিরে গেলেন।
advertisement
advertisement
Pakistan restrict Bangladesh to 127/8 👏 Who is winning this?#T20WorldCup | #PAKvBAN | 📝: https://t.co/eA8evvzzw5 pic.twitter.com/A7ozgdMIyv
— ICC (@ICC) November 6, 2022
দুটো উইকেট নিয়ে ধাক্কা দিলেন শাদাব। শান্ত নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন। ইফটিকাতের বলে ৫৪ করে বোল্ড হলেন। মোসাদ্দেক হোসেন ব্যর্থ। আফ্রিদির বলে বোল্ড হলেন ৫ করে। উইকেট রক্ষক নুরুল হাসান ফিরে গেলেন খাতা না খুলে। শেষ পাঁচটা ওভার রান বাড়ানোর ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হল বাংলাদেশ।
advertisement
যেভাবে সাহস দেখানোর প্রয়োজন ছিল সেটা দেখাতে পারল না টাইগার বাহিনী। একের পর এক উইকেট উপহার দিল পাকিস্তানকে। প্রথম দিকে হাতে উইকেট রাখার সুবিধা শেষ দিকে কাজে লাগাতে পারল না বাংলাদেশ। এই ম্যাচ পাকিস্তানের। বিরাট অঘটন কিছু না ঘটলে আজকেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 11:19 AM IST