গরম কথা ছেড়ে নরম হল পাকিস্তান! এশিয়া কাপ নিয়ে ভারতকে অনুরোধ পিসিবির
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Najam Sethi chairman of PCB wants to have discussion with BCCI Jay Shah regarding Asia Cup in Pakistan. গরম কথা ছেড়ে নরম হল পাকিস্তান! এশিয়া কাপ নিয়ে ভারতকে অনুরোধ পিসিবির
#করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে ছুটিয়ে ভাল কিছু লাভ করবে এমনটা হতেই পারে না। এটা তারা নিজেরাও জানে। তাই কখনই বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ের পথে যেতে রাজি নয় তারা। মৌখিকভাবে সমস্যা মেটাতে চায় পাক বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের সঙ্গে ফেব্রুয়ারি মাসে এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়েছিলেন জয় শাহ। সেই বিষয় নিয়ে কথা হতে পারে এই বৈঠকে। এশিয়া কাপ যাতে পাকিস্তানেই হয়, জয় শাহের কাছে সেই কথা বলতে পারেন পাকিস্তান বোর্ডের প্রধান। প্রাক্তন প্রধান রামিজ হুমকি দেন বিশ্বকাপ থেকেও নাম সরিয়ে নেওয়ার। যদিও ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন সব দলকে নিয়েই ক্রিকেট বিশ্বকাপ হবে।
advertisement
আরও পড়ুন - র্যাকেট চুরি! অস্ট্রেলিয়ান ওপেন খেলার মাঝেই নাদালের র্যাকেট লুকিয়ে দিল বল বয়
তিনি বলেন, এটা বিসিসিআইয়ের নিজস্ব ব্যাপার। ওরাই সামলে নেবে। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার সময় কোনও গন্ডগোল হয়নি। আগেও বিশ্বকাপ আয়োজন করেছি আমরা। সব দল আনন্দের সঙ্গেই খেলেছে। এ বারও আমরা বিশ্বকাপ আয়োজন করব এবং সবাই খেলবে। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা।
advertisement
advertisement
কিন্তু গত বছর জয় শাহ জানিয়েছিলেন যে, পাকিস্তানে এশিয়া কাপ হবে না। কারণ ভারত যাবে না পাকিস্তানে খেলতে। এর পরেই রেগে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা। তিনি জানিয়েছিলেন যে, এশিয়া কাপ যদি পাকিস্তানে না হয়, তা হলে বাবর আজমরা এই প্রতিযোগিতা খেলবেন না। ভারত খেলতে আসবে না বলে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া মেনে নিতে চাইছে না পাকিস্তান।
advertisement
“He (Najam Sethi) met with ACC officials and expressed his wish to meet ACC president Jay Shah in February for a discussion over Asia Cup 2023,” a source said.https://t.co/B76RqRUTyR
— Circle of Cricket (@circleofcricket) January 17, 2023
রামিজ বলেছিলেন, এমন তো নয় যে, আমাদের এশিয়া কাপ আয়োজন করার অধিকার নেই। আমরা তো ভিক্ষা চাইছি না। পাকিস্তানে রোহিত শর্মারা খেলতে যাবেন কি না তা নিয়ে কোনও কিছু বলতে চাননি রজার বিন্নী। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বিন্নী বলেন, পাকিস্তানে খেলতে যাব কি না সেটা বোর্ড ঠিক করবে না। আমরা দলকে বলতে পারি না যে পাকিস্তানে যেতেই হবে।
advertisement
সরকারের অনুমতি লাগবে ও দেশে যেতে হলে। নিজেরা এই সিদ্ধান্ত নিতে পারব না, সরকার যা বলবে সেটাই করতে হবে। তবে নাজাম শেঠি জয় শাহের সঙ্গে কথা বলার পর ভারতীয় সিদ্ধান্ত পাল্টায় কিনা সেটাই এখন দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 4:59 PM IST