‘নিজের মতপ্রকাশ করুক সানা, ওকে অনুমতি দিন’, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে লিখলেন নাগমা

Last Updated:
#কলকাতা: বিতর্ক থামছেই না ৷ কয়েকদিন আগের সানা গাঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল জোরদার চর্চা ৷ যেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকাশ্যে বিরোধিতা করেছেন সৌরভ-কন্যা ৷ আর এই পোস্ট নিয়ে তর্জা এখনও থামার নাম নেই ৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার সেই পোস্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
এবার সানার স্বপক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী নাগমা ৷ দক্ষিণী অভিনেত্রী নাগমা নিজের সেই ট্যুইটে সানা ও সৌরভ দু’জনকেই ট্যাগ করে লিখেছেন, ‘ওঁর মতামত ও দেশের সম্প্রতিক ঘটনাবলীর প্রতি সানার জোরাল বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই ৷ সৌরভ আপনার উচিত ওঁকে ওঁর নিজের মতামত প্রকাশে অনুমতি দেওয়া আর ওঁকে সাহস যোগানো ৷ সানা একজন প্রপ্তবয়স্ক নাগরিক ৷ ওঁর ভোটাধিকার রয়েছে, ফলে ওঁর মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে ৷’
advertisement
গত বুধবার সানা ইনস্টাগ্রাম পোস্টে কোনও রাখঢাক না রেখেই সরাসরি সংঘ পরিবারকে নিশানা করেন ৷ লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ শেয়ার করেছেন তিনি। যেখানে মোদি সরকারের নয়া আইনের বিরোধিতাকেই ইঙ্গিত করা হয়েছে।
advertisement
advertisement
অষ্টাদশীর পোস্ট, 'যাঁরা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনও কারণ নেই, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। আজ বামপন্থী, ইতিহাসবিদ ও পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবাদের নিশানা করছে সংঘ। এর পরের ধাপে যে মেয়েরা স্কার্ট পরেন, তাঁরা নীতিপুলিশের দ্বারা আক্রান্ত হতে পারেন। হয়তো দাঁতের মাজনের বদলে টুথপেস্ট ব্যবহারের কারণে সঙ্ঘ পরিবার আপনার জন্য শাস্তি বরাদ্দ করেছেন। দেখা হলে জয় শ্রীরাম না বললে, যাঁরা হাত মিলিয়ে, বা চুমু খেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের নিশানা হওয়ার আশঙ্কা থাকবে।’’ সানার কথায়, 'নয়া এই ভারতে কেউই নিরাপদ নয়'।
advertisement
অবশ্য এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন সানা ৷ রাতে মেয়ের ঢাল হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন স্বয়ং দাদা ৷ তিনি লেখেন, ‘প্লিজ সানাকে এসবের বাইরে রাখুন ৷ এ ধরণের রাজনৈতিক বিষয়ে মতামত ব্যক্ত করার ব্যাপারে ও এখনও অনেক ছোট ৷’
advertisement
কিন্তু মহারাজের এই পোস্টের পরেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ৷ নিন্দা, সমালোচনা, বিজেপির দালাল, সুবিধাবাদী বলে নানারকম আক্রমণাত্মক বাক্য ধেয়ে আসে সৌরভের দিকে ৷ এসবের ফর ফের সৌরভকেই নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন নাগমাও ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘নিজের মতপ্রকাশ করুক সানা, ওকে অনুমতি দিন’, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে লিখলেন নাগমা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement