‘নিজের মতপ্রকাশ করুক সানা, ওকে অনুমতি দিন’, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে লিখলেন নাগমা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#কলকাতা: বিতর্ক থামছেই না ৷ কয়েকদিন আগের সানা গাঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল জোরদার চর্চা ৷ যেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকাশ্যে বিরোধিতা করেছেন সৌরভ-কন্যা ৷ আর এই পোস্ট নিয়ে তর্জা এখনও থামার নাম নেই ৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার সেই পোস্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
এবার সানার স্বপক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী নাগমা ৷ দক্ষিণী অভিনেত্রী নাগমা নিজের সেই ট্যুইটে সানা ও সৌরভ দু’জনকেই ট্যাগ করে লিখেছেন, ‘ওঁর মতামত ও দেশের সম্প্রতিক ঘটনাবলীর প্রতি সানার জোরাল বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই ৷ সৌরভ আপনার উচিত ওঁকে ওঁর নিজের মতামত প্রকাশে অনুমতি দেওয়া আর ওঁকে সাহস যোগানো ৷ সানা একজন প্রপ্তবয়স্ক নাগরিক ৷ ওঁর ভোটাধিকার রয়েছে, ফলে ওঁর মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে ৷’
advertisement
গত বুধবার সানা ইনস্টাগ্রাম পোস্টে কোনও রাখঢাক না রেখেই সরাসরি সংঘ পরিবারকে নিশানা করেন ৷ লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ শেয়ার করেছেন তিনি। যেখানে মোদি সরকারের নয়া আইনের বিরোধিতাকেই ইঙ্গিত করা হয়েছে।
advertisement
Sana Ganguly, Dada's daughter, is suddenly my favourite 'star kid'. I hear @SGanguly99 may contest elections on a BJP ticket soon enough, but his daughter has taken a stand and a strong one at that. Thank you, Sana. It matters. pic.twitter.com/zx1iEOYUAv
— Vivek (@ivivek_nambiar) December 17, 2019
advertisement
অষ্টাদশীর পোস্ট, 'যাঁরা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনও কারণ নেই, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। আজ বামপন্থী, ইতিহাসবিদ ও পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবাদের নিশানা করছে সংঘ। এর পরের ধাপে যে মেয়েরা স্কার্ট পরেন, তাঁরা নীতিপুলিশের দ্বারা আক্রান্ত হতে পারেন। হয়তো দাঁতের মাজনের বদলে টুথপেস্ট ব্যবহারের কারণে সঙ্ঘ পরিবার আপনার জন্য শাস্তি বরাদ্দ করেছেন। দেখা হলে জয় শ্রীরাম না বললে, যাঁরা হাত মিলিয়ে, বা চুমু খেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের নিশানা হওয়ার আশঙ্কা থাকবে।’’ সানার কথায়, 'নয়া এই ভারতে কেউই নিরাপদ নয়'।
advertisement
BCCI President @SGanguly99's daughter Sana Ganguly just won my heart by this post. Incredible maturity from an 18 year old. pic.twitter.com/wQN5eyfY6G — Aparna (@chhuti_is) December 17, 2019
অবশ্য এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন সানা ৷ রাতে মেয়ের ঢাল হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন স্বয়ং দাদা ৷ তিনি লেখেন, ‘প্লিজ সানাকে এসবের বাইরে রাখুন ৷ এ ধরণের রাজনৈতিক বিষয়ে মতামত ব্যক্ত করার ব্যাপারে ও এখনও অনেক ছোট ৷’
advertisement
Please keep Sana out of all this issues .. this post is not true .. she is too young a girl to know about anything in politics
— Sourav Ganguly (@SGanguly99) December 18, 2019
কিন্তু মহারাজের এই পোস্টের পরেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ৷ নিন্দা, সমালোচনা, বিজেপির দালাল, সুবিধাবাদী বলে নানারকম আক্রমণাত্মক বাক্য ধেয়ে আসে সৌরভের দিকে ৷ এসবের ফর ফের সৌরভকেই নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন নাগমাও ৷
advertisement
I congratulate @sanaganguly on her views on the current situation prevailing in the country& urge her & @SGanguly99 that he Should allow her to share her views freely & encourage her thoughts to let it make known them in the publidomain after knowing that she eligible age tovote — Nagma (@nagma_morarji) December 20, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2019 6:50 PM IST