বোর্ডের সভায় শ্রীনি, পিছোল আইসিসি মনোনয়ন
Last Updated:
বহুদিন পর বোর্ডের সভায় এসেছিলেন শ্রীনি।
#নয়াদিল্লি: বহুদিন পর বোর্ডের সভায় এসেছিলেন শ্রীনি। হাজির ছিলেন বাতিল অনুগামীরাও। কিন্তু আইনি জটে স্থগিত হয়ে গেল বোর্ডের বিশেষ সাধারণ সভা। আপাতত আদালতের হস্তক্ষেপের আশায় নিরপেক্ষ প্রশাসকরা।
শ্রীনি এলেন আর ঘেঁটে দিলেন। আবার বল গড়াল সুপ্রিম কোর্টে। বুধবার পর্যন্ত স্থগিত হয়ে গেল বোর্ডের সভা। শনিবার রাত থেকেই রাজধানীতে ডেরা জমিয়ে ছিলেন। নৈশভোজে অপসারিত বোর্ড কর্তাদের নিয়ে মিটিংও সেরে নেন নন-প্লেয়িং ক্যাপ্টেন। রাজধানীতে এদিনের বিশেষ সাধারণ সভা শুরু হয় গেমপ্ল্যান মেনেই। একে একে সভায় যোগ দেন নিরঞ্জন শাহ, টি সি ম্যাথু, গঙ্গা রাজুরা। বেশির ভাগই সত্তর পেরনো। অপসারিত রঞ্জীব বিসওয়াল, অমিতাভ, অনিরুদ্ধরাও ছিলেন। আর বহুদিন পর তামিলনাড়ুর প্রতিনিধি হিসেবে স্টান্স নিয়ে হাজির ছিলেন খোদ শ্রীনি।
advertisement
এজেন্ডায় ছিল মনোহরের চেয়ারে ভারতীয় বোর্ডের প্রতিনিধি বাছাই। শ্রীনি নিজে যেতে চান। একান্ত না হলে পাঠাতে চান ডামি প্রার্থী। পরিস্থিতি লোধার সুপারিশকে কাঁচকলা দেখিয়ে উল্টোদিকে যাচ্ছে। দ্রুত এটা বুঝেই সভায় ইতি টানেন বিনোদ রাই, বিক্রম লিমায়েরা। অগত্যা ফের পর্দা উঠবে সুপ্রিম কোর্টে। অপসারিত কর্তাদের সভায় থাকা নিয়ে শীর্ষ আদালতের মন বুঝতে চান নিরপেক্ষ প্রশাসকরা। শুনানি হতে পারে ৪৮ ঘন্টার মধ্যে। তারপর ফের নাটকের পরের অঙ্ক জানা যাবে বুধবার বোর্ডের এসজিএমে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2017 1:31 PM IST