পরিচয় হতেই জড়িয়ে ধরলেন ভারত অধিনায়ক সুনীলকে, মুম্বইয়েরও মন জিতলেন মেসি!

Last Updated:

ভারতের ফুটবল ইতিহাসে তৈরি হল এক অভূতপূর্ব দৃশ্য। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা হল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী সুনীল ছেত্রী এবং বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির সঙ্গে।

দেখা হল মেসি এবং সুনীলের
দেখা হল মেসি এবং সুনীলের
মুম্বই: ভারতের ফুটবল ইতিহাসে তৈরি হল এক অভূতপূর্ব দৃশ্য। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা হল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী সুনীল ছেত্রী এবং বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির সঙ্গে।
মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে আট বার ব্যালন ডি’অর পাওয়া মেসিকে ক্রিকেটের সুপারস্টার সচিন তেন্ডুলকরকেও দেখা যায়। বছর ৩৮-এর এই ফুটবল তারকা আজ সকালেই মুম্বইতে এসে পৌঁছান। আর ফুটবলের জাদুকর লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে রবিবার যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা শহর। রবিবার, বাণিজ্যনগরীতে পা রাখেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।
advertisement
advertisement
দুপুর নাগাদ দেখা যায় ‘বিশ্বকাপ স্তরের’ নিরাপত্তার মধ্যে মুম্বই এসে পৌঁছান মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলার পরেই সর্তক ছিল মুম্বই পুলিশ এবং প্রশাসন। ভারতের চারটি শহরজুড়ে আয়োজিত ‘GOAT’ইন্ডিয়া ট্যুরের অংশ হিসাবে মুম্বই সফরে এসে মেসিকে প্রথমে বিশ্রামের জন্য তাজ কোলাবা হোটেল নিয়ে যাওয়া হয়।
advertisement
সূচি অনুযায়ী এরপরে তিনি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (ব্রাবোন স্টেডিয়াম) যেখানে প্যাডেল গোট ক্লাবের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
আর সেখানেই আয়োজিত হয় তারকাবহুল একটি ফুটবল ম্যাচ। এরপরে আজ সন্ধ্যায়, মুম্বই পর্বের মূল আকর্ষণ হয় বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির উপস্থিত। ঠিক সেখানেই দেখা যায় ভারতের মাটিতে অন্যতম বিরলতম এক দৃশ্যের যেখানে এক ফ্রেমে ধরা পড়ে দুই কিংবদন্তী।
advertisement
এই সফরে মেসির সঙ্গী রয়েছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ব্রাবোন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ব্যারিকেড, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম এবং বহু জায়গায় নিরাপত্তা কড়া করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পরিচয় হতেই জড়িয়ে ধরলেন ভারত অধিনায়ক সুনীলকে, মুম্বইয়েরও মন জিতলেন মেসি!
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement