Mumbai Indians: বিশ্বে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি! ১৩-তম ট্রফি জিতে ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:

Mumbai Indians: বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির নাম এখন নিঃসন্দেহে মুম্বাই ইন্ডিয়ান্স। আমেরিকায় অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেট ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

News18
News18
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির নাম এখন নিঃসন্দেহে মুম্বাই ইন্ডিয়ান্স। আমেরিকায় অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেট ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল সহ বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের ইতিহাসে এটি মুম্বই ইন্ডিয়ান্সের ১৩তম ট্রফি। মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টে ২০২৩ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল। ২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স SA20, WPL এবং MLC—এই তিনটি বড় ট্রফি জয় করে চলতি বছরেরই সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
এমএলসি ২০২৫-এর ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। ওপেনার কুইন্টন ডি কক ঝড়ো ৭৭ রান করে দলের স্কোরবোর্ডে ১৮০ রানে পৌছে দেন। যদিও তার বাইরে অন্য কোনো ব্যাটার ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ৫ রানে হেরে যায়। রাচিন রবীন্দ্র ৭০ ও গ্লেন ফিলিপস ৪৮ রান করলেও দলকে জেতাতে পারেননি।
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জয় দিয়ে। এরপর দলটি ৫ বার আইপিএল, ২ বার করে CLT20, WPL ও MLC এবং একবার করে ILT20 ও SA20 শিরোপা জিতেছে। এমন ধারাবাহিক সাফল্য অন্য কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দেখাতে পারেনি। দ্বিতীয় কোনো দল এখনও পর্যন্ত দুই অঙ্কের শিরোপাও ছুঁতে পারেনি।
advertisement
বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলোতে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য প্রমাণ করে যে দলটি শুধু খেলোয়াড়ে নয়, কৌশল, পরিকল্পনা ও ব্যবস্থাপনাতেও এগিয়ে। মহিলা ক্রিকেটেও তারা শীর্ষে রয়েছে WPL জয়ের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল মডেল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি এখন আন্তর্জাতিক ক্রিকেটেরও অনুপ্রেরণা।
বাংলা খবর/ খবর/খেলা/
Mumbai Indians: বিশ্বে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি! ১৩-তম ট্রফি জিতে ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement