MS Dhoni Stumping: ধোনি না ঝড়! কিছু বোঝার আগেই ‘খাল্লাস’ হয়ে গেলেন সল্ট, ভাইরাল রিল ধোনির স্টাম্পিং
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
MS Dhoni Stumping: উইকেটের পিছনে ধোনি এখনও ধুরন্ধরই, রইল ভিডিওতে প্রমাণ
MS Dhoni Stumping: ৪৩ বছরেও ক্ষুরধার স্কিলে মরচে পড়তে দেন না ধোনি৷ শুক্রবার দুই দক্ষিণী দলের মেগা ফাইটের ম্যাচে সল্টকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ফের একবার সকলের বোলতি বন্ধ করে দিলেন মাহি৷ RCB vs CSK ম্যাচে ফিল সল্টের দুরন্ত ঝোড়ো ইনিংসে ফুলস্টপ দিয়ে দেন এম এস ধোনি৷ ১৬ বলে ৩২ রানের ইনিংসে এদিন সল্ট মেরেছিলেন ৫ টি চার এবং ১ টি ছক্কা মারেন৷
ধোনির অসম্ভব দক্ষতাতেই সল্টের ঝোড়ো ইনিংস মেগা বিপর্যয় হতে পারল না সিএসকে- র ওপর৷ নুর আহমেদের গুগলি সল্ট ড্রাইভ শট খেলতে চেয়েছিলেন৷ কিন্তু টার্নে বিট হয়ে যান৷ শটটা খেলতে গিয়ে বাঁ পা-টি মুহূর্তের জন্য তুলেছিলেন ক্রিজ থেকে৷ চোখের পলক ফেলার চেয়েও দ্রুত স্টাম্পিং করে দেন ধোনি৷
দেখে নিন ভাইরাল রিল
advertisement
advertisement
Fast
Faster
MS Dhoni#CSKvRCBpic.twitter.com/9j1tbnE8qi— Vɪᴘᴇʀ⁶⁵ (@repivxx65_) March 28, 2025
MS Dhoni The Unbelievable Stamping#MSDhoni #RCBvsCSK #CSKvRCB pic.twitter.com/PL2WeWKPaO
— Prof cheems ॐ (@Prof_Cheems) March 28, 2025
advertisement
আউট হয়েছেন কিনা সল্ট সিদ্ধান্ত নেওয়ার ভার যায় থার্ড আম্পায়ারের হাতে৷ রিপ্লে নিশ্চিত করে দেয় আউট হয়ে গেছেন সল্ট৷ এম এ চিদাম্বরম স্টেডিয়াম ধোনির কাজে চমৎকৃত হয়ে উল্লাসে ফেটে পড়ে৷
এবারের আইপিএলে অবশ্য এটাই ধোনির প্রথম দুরন্ত স্টাম্পিং নয়, মুম্বই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদবকেও চোখের পলকে আউট করে দিয়েছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 10:52 PM IST