ধোনি মোবাইলে খেলেন এই গেম! জানাজানি হতেই বড় কাণ্ড, ৩ ঘণ্টায় বিরাট ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni: ধোনি এই গেম খেলছেন। জানাজানি হতেই বড় কাণ্ড ঘটে গেল।
কলকাতা: ধোনি খেলেন এই গেম। এটা জানাজানি হতেই বড় কাণ্ড। ৩ ঘণ্টার মধ্যে যা হল, শুনে চমকে যাবেন রীতিমতো।
কিছুদিন আগে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, মাঝআকাশে এক বিমানসেবিকা ধোনিকে অনেকগুলি চকোলেট অফার করছেন। আর ধোনি বিনয়ের সঙ্গে সেই বিমানসেবিকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন- ইডেনে ভারত-পাকিস্তান মহারণ! স্বপ্নপূরণ হতে পারে কলকাতার, কীভাবে জানুন
ধোনি সেই বিমানসেবিকার থেকে একটি খেঁজুরের প্যাকেট নেন শেষমেশ। তবে ধোনির ফ্লাইটে থাকা অবস্থায় আরও একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখা যাচ্ছে, ধোনি ফ্লাইটে বসে মোবাইলে একটি গেম খেলছেন।
advertisement
advertisement
ধোনির ভক্তরা সেই ভিডিওর স্ক্রিনশট তুলে নেন। তার পর দেখা যায়, ধোনি ক্র্যান্ডি ক্রাশ খেলছেন। ধোনি এই গেম খেলেন, খবরটা জানাজানি হতেই তিন ঘণ্টায় ৩০ লাখের বেশি ক্র্যান্ডি ক্রাশ ডাউনলোড হয়ে গেল।
অনেকে অবশ্য দাবি করেন, ধোনি CandyCrush নয়, খেলছিলেন Pet Rescue Saga. তবে CandyCrush গেম প্রস্তুতকারক সংস্থা এর পর ধোনিকে ধন্যবাদও জানায়।
advertisement
Just In – We Got 3.6 Million New Downloads in just 3 hours.
Thanks to the Indian Cricket Legend @msdhoni . We are Trending In India Just Because Of You.
~ Team Candy Crush Saga pic.twitter.com/LkpY8smxzA
— the DUGOUT ! (@teams_dream) June 25, 2023
advertisement
নীল টি-শার্ট গায়ে। ইকোনমিক ক্লাসে জানলার ধারের সিটে বসে ধোনি গেম খেলছিলেন। সেই ছবি ভাইরাল হতেই দারুন উপার্জন করে নিল CandyCrush গেম প্রস্তুতকারক সংস্থা। কারণ ধোনির পাশে থাকা ট্যাবে যে গেমটি খোলা ছিল তা ক্র্যান্ডি ক্রাশ।
ধোনি খেলেন বলেই অনেকে এই গেম ডাউনলোড করে খেলতে শুরু করেন। তবে এমনিতেও এই গেম যথেষ্ট জনপ্রিয় ছিল। ট্রেনে-বাসে-ফ্লাইটে আপনিও হয়তো অনেককেই এই গেম খেলতে দেখেছেন নিশ্চয়ই!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 6:51 PM IST