ধোনির গ্যারাজে এবার ৬০ লাখ টাকার গাড়ি, এক ফোঁটা পেট্রোল লাগবে না চালাতে

Last Updated:

Ms Dhoni buys ev car: এই গাড়ির জন্য এক ফোঁটা পেট্রোল কিনতে হবে না ধোনিকে।

#রাঁচি: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যদি কারও গাড়ি এবং মোটরসাইকেল সবচেয়ে বেশি শখ থাকে, তবে তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এই তথ্য় প্রায় সবারই জানা।
পুরনো হোক বা নতুন, এখনও পর্যন্ত নিজের গ্যারাজে থাকা প্রতিটা গাড়ি যত্নে রাখেন ধোনি। তিনি অসংখ্য মোটরসাইকেলের মালিক। সম্প্রতি তিনি একটি ইলেকট্রিক গাড়ি কিনে ফেললেন। রিপোর্ট অনুযায়ী, এমএস ধোনি কিয়া-র ইলেকট্রিক গাড়ি Kia EV6 কিনেছেন।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটির দায়িত্বে কী এবার অজিত আগরকর
এটি তাঁর গ্যারাজে প্রথম বৈদ্যুতিক গাড়ি। বিশেষ ব্যাপার হল, এই বৈদ্যুতিক গাড়িটি সম্পূর্ণ চার্জে ৭০০KM- এর বেশি চলবে। ধোনি চাইলে এই গাড়ি নিয়ে রাঁচি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত নিয়ে যেতে পারবেন।
advertisement
advertisement
টুইটারে আপলোড করা একটি ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে তাঁর নতুন কিয়া ইভি সিক্স চালাতে দেখা গিয়েছে। সঙ্গে তাঁর সতীর্থ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় এবং কেদার যাদব ছিলেন। ধোনি ধূসর রঙের Kia EV6 কিনেছেন।
গাড়িটি একেবারে নতুন। তাই তাতে একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ছিল৷ Kia কমপ্লিটলি বিল্ট ইউনিট (CBU) হিসেবে এই গাড়ির মাত্র ২০০ ইউনিট উৎপাদন করেছিল। এখনও পর্যন্ত এই গাড়ির সমস্ত ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। যদিও কোম্পানি বলছে শিগগিরই আরও ইউনিট উৎপাদন করা হবে।
advertisement
Kia ভারতে দুটি ভেরিয়েন্টে তাদের EV6 বিক্রি করেছে। প্রথমটি হল সামনে-মাউন্ট করা একক মোটর সহ একটি টু হুইল ড্রাইভ কনফিগারেশন। সেটির মূল্য ₹৫৯.৯৫ লাখ (এক্স-শোরুম)। এটি 229 PS পর্যন্ত পাওয়ার এবং 350 Nm পিক টর্ক উৎপন্ন করে। অন্যটি হল অল-হুইল-ড্রাইভ ভেরিয়েন্ট। এটির পাওয়ার আউটপুট 325 PS এবং পিক টর্ক 605 Nm। এটির দাম ₹ ৬৪.৯৫ লাখ (এক্স-শোরুম)।
advertisement
Kia EV6 এর 77.4 kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। ARAI এর মতে, এটি সম্পূর্ণ চার্জে 708 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। এই বৈদ্যুতিক ক্রসওভার একটি 350kW DC ফাস্ট চার্জার দিয়েও চার্জ করা যেতে পারে। Kia EV6 মাত্র ১৮ মিনিটে ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
advertisement
উল্লেখ্য. ধোনির কাছে মার্সিডিজ-বেঞ্জ জিএলই, ল্যান্ড রোভার, অডি কিউ 7 এবং জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহকের মতো দুর্দান্ত সব গাড়ি রয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির গ্যারাজে এবার ৬০ লাখ টাকার গাড়ি, এক ফোঁটা পেট্রোল লাগবে না চালাতে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement